
ফাইল ছবি
আগামী ৩৬ দিন বিএনপিকে মাঠে দাঁড়াতে দেয়া হবে না বলে আবারও হঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নিজেদের ঘরের আগুনে বিএনপি পুড়বে। তাই বিএনপিকে ঘর সামলানোর পরামর্শ দিয়েছেন তিনি। প্রশ্ন রাখেন, সামনে আরো কত তৃণমূল হয়, তা দেখতে চাই।
বুধবার (২৭ সেপ্টেম্বর) টঙ্গীতে শান্তি ও উন্নয়ন সমাবেশ যোগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন। সমাবেশে যোগ দেন দলের কেন্দ্রীয় নেতারাও।
এর আগে গাজীপুর জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা টঙ্গীর শফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ মাঠের সমাবেশে যোগ দেন।
প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যে কোন ষড়যন্ত্র প্রতিহত করা হবে। রাজনীতির মাঠ পুরোপুরি আওয়ামী লীগের দখলেই থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বিএনপি গণতন্ত্রকে ধ্বংস করেছে আর গণতন্ত্র রক্ষা করেছে শেখ হাসিনা। বাংলাদেশে শেখ হাসিনা ছাড়া যোগ্য নেতা নেই বলেও জানান ওবায়দুল কাদের।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ অভিযোগ করেন, মার্কিন ভিসা নীতি আরোপে লবিস্ট নিয়োগ করেছিলো বিএনপি। নির্বাচনে বাধা দিতে এলে বিএনপিকে উপযুক্ত জবাব দেয়ার হুঁশিয়ার দেন তিনি।
সরকার বিরুদ্ধে কার্যকর আন্দোলন-তো দূরের কথা, নিজেদের অভ্যন্তরীণ সংকটেই জ্বলছে বিএনপি। নির্বাচন পর্যন্ত দেশের প্রতিটি পাড়া মহল্লা সতর্ক ভূমিকায় থাকতে নেতাকর্মীদের নির্দেশনা দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।