ঢাকা,  রোববার  ০৫ মে ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

সাকিব আল হাসান এখন থেকে রাজনীতি করবেন: ওবায়দুল কাদের

নিউজজার্নাল২৪ প্রতিবেদক

প্রকাশিত: ০৮:০৪, ২৫ নভেম্বর ২০২৩

সাকিব আল হাসান এখন থেকে রাজনীতি করবেন: ওবায়দুল কাদের

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান এখন থেকে রাজনীতি করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ থেকে সাকিবের মনোনয়ন ফরম কেনার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাকিব আল হাসান এখন থেকে রাজনীতি করবেন। তিনি দলকে তা বলেছেন। বাংলাদেশের যেকোনো আসন থেকে তিনি মনোনয়ন পেতে পারেন।

শুক্রবার বিকালে রাজধানীর ধানমন্ডিতে দলটির সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, 'প্রতিবেশী দেশে তারকাদের মনোনয়ন দেয়ার রেওয়াজ আছে। সাকিব জনগণের সেবা করবে। তার মনোনয়ন নেয়ার অধিকার আছে।'

নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে করতে গত শনিবার সাকিবের সমর্থনকরা ৩টি আসনে তার জন্য মনোনয়ন ফরম কেনেন। আসনগুলো হলো মাগুরা-১, মাগুরা-২ ও ঢাকা-১০। গত মঙ্গলবার এসব আসনে মনোনয়ন ফরম জমা দিতে আওয়ামী লীগ কার্যালয়ে যান সাকিব আল হাসান।

গতকাল সন্ধ্যায় ধানমন্ডিতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে যান এই ক্রিকেটার। এ সময় ওবায়দুল কাদেরের সঙ্গে প্রায় আধা ঘণ্টার মতো বৈঠক করেন তিনি। ধারণা করা হচ্ছে, ঢাকা-১০ আসনে আ. লীগের দলীয় মনোনয়ন পেতে পারেন সাকিব আল হাসান।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

দেশে চলমান তাপদাহের কারণে আজ (৪ মে) ঢাকা, রাজশাহী, খুলনা, রংপুরসহ ২৫ জেলায় সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
কোরবানীর ঈদের দেড়মাস আগে থেকেই চড়া মসলার বাজার। এলাচের দাম বেড়েছে কেজিতে দেড় হাজার টাকা। আদা-রসুনের মূল্যও ঊর্ধ্বমুখী।
পাকিস্তানে বাস খাদে পড়ে অন্তত ২০ জন নিহত।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের আইনের শাসন বজায় রাখার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
অভিষেকে উজ্জ্বল তানজিদ, ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।