ঢাকা,  শুক্রবার  ০২ জুন ২০২৩

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

পরিবার নিয়ে সৌদি আরবে মেসি

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১২:০৮, ২ মে ২০২৩

আপডেট: ১২:০৮, ২ মে ২০২৩

পরিবার নিয়ে সৌদি আরবে মেসি

ছবি সংগৃহীত

প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) সময়টা তেমন একটা ভালো যাচ্ছে না লিওনেল মেসির। দলের হতাশাজনক পারফরম্যান্সের সঙ্গে রয়েছে সমর্থকদের দুয়োধ্বনি। এমন অবস্থায় মন ভালো করতে পরিবার নিয়ে সৌদি আরবে গেলেন মেসি।

সৌদি আরবের পর্যটন দূত হিসেবে কাজ করছেন মেসি। তারই অংশ হিসেবে আর্জেন্টাইন বিশ্বজয়ী ফুটবলার মরুর দেশে এসেছেন পুরো পরিবার নিয়ে। সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব গতকাল টুইট করেছেন, ‘সৌদি আরবের পর্যটন দূত লিওনেল মেসি আর তাঁর পরিবারকে সৌদিতে স্বাগত জানাতে পেরে আমি খুব খুশি। দ্বিতীয়বারের মতো সৌদি আরবে তাঁরা ছুটি কাটাতে এসেছেন। সৌদি আরবের আতিথেয়তার অভিজ্ঞতা নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকদের সৌদিতে আমরা স্বাগত জানাই।’ তার আগে ২০২২ সালে সৌদি আরব ভ্রমণে গিয়েছিলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

কদিন আগে সামাজিক মাধ্যমে সৌদি আরবের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে পোস্ট করেন মেসি। নিজের ইনস্টাগ্রামে খেজুরবাগানের সারিবদ্ধ গাছের একটি ছবি দিয়ে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড লিখেছেন, ‘কে ভেবেছিল সৌদি এত সবুজ! যখনই পারি, দেশটির অপ্রত্যাশিত সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসি।’ সঙ্গে ‘সৌদি ঘুরে আসুন’ হ্যাশট্যাগ জুড়ে দেন তিনি।

পিএসজির সঙ্গে এই মৌসুম শেষেই চুক্তি শেষ হবে লিওনেল মেসির। প্যারিসিয়ানদের সঙ্গে নতুন চুক্তি না হওয়ায় মেসির ভবিষ্যৎ নিয়ে রয়েছে এখনো অনিশ্চয়তা। মেসির পরবর্তী গন্তব্য নিয়ে চলছে আলাপ-আলোচনা। বার্সেলোনার পাশাপাশি আরও অনেক ক্লাবে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। সৌদি আরবের ক্লাব আল হিলাল ৪০০ মিলিয়ন ইউরোর (বাংলাদেশি ৪ হাজার ৬৮৬ কোটি টাকা) প্রস্তাব দিয়েছিল আর্জেন্টিনার বিশ্বজয়ী এই ফুটবলারকে। এমনকি মেজর লিগ সকারেও যেতে পারেন তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট সংসদে পেশ। মূল্যস্ফিতি নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ।
প্রস্তাবিত বাজেট গরীব বান্ধব-দাবী অর্থমন্ত্রীর। সর্বোচ্চ অগ্রাধিকার সামাজিক সুরক্ষা খাতে। বরাদ্দ বাড়ছে স্বাস্থ্য ও শিক্ষায়।
করমুক্ত আয়সীমা পুরুষের সাড়ে ৩ লাখ টাকা, নারীর ৪ লাখ।
বাজেটে দাম বাড়বে- বিলাসবহুল গাড়ী,এলপি সিলিন্ডার,সিমেন্ট,মোবাইল,কলম,টিস্যু,বিড়ি সিগারেট ও শৌখিন দ্রব্যের। দাম কমবে -খাদ্যপণ্য, এলইডি বাল্ব, মিষ্টি ও কৃষি যন্ত্রাংশের।
প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে রাতে তুরস্ক যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ২৩৫ টাকা থেকে ১৬১ টাকা কমিয়ে এক হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছে বিইআরসি।
সহযোগীসহ ৪০ মামলার আসামি ‘মোশা বাহিনী’র প্রধান গ্রেফতার।
টাঙ্গাইলের মধুপুরে বাস ও অটোভ্যানের সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ চারজন নিহত।
বান্দরবানের রুমায় কেএনএফ সশস্ত্র সন্ত্রাসীদের সদর দপ্তরসহ প্রশিক্ষণ ক্যাম্প দখল করেছে সেনাবাহিনী। মাইন বিস্ফোরণে এক সেনা সদস্য নিহত। সেনা প্রধানের শোক।
কানাডার নোভা স্কোটিয়ায় ভয়াবহ আকার ধারণ করেছে দাবানল। ১৮ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হচ্ছে।
এএস রোমাকে টাইব্রেকারে হারিয়ে সপ্তমবার ইউরোপা কাপ জয়ের রেকর্ড গড়লো সেভিয়া।
বিশ্বকাপের পর প্রথমবারের মতো আগামীকাল ভোরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পানামার মুখোমুখি হবে আর্জেন্টিনা।