ঢাকা,  মঙ্গলবার  ২৩ ডিসেম্বর ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন মার্টিনেজ

নিউজজার্নাল২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫২, ৩ জুলাই ২০২৩

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন মার্টিনেজ

বাংলাদেশ সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক এমি মার্তিনেজ। সোমবার (৩ জুলাই) বেলা দুইটায় তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

১১ ঘণ্টার সফরে সোমবার সকালে ঢাকায় আসেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বাংলাদেশ সফরে এসে ভক্তদের সঙ্গে তার কোনো অনুষ্ঠানের সূচি না থাকলেও তিনি সময় দিয়েছেন ভক্তদের। তার আগে তিনি সাক্ষাত করেন দেশসেরা অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও দুই সন্তানের সঙ্গে।

এর আগে সোমবার ভোর ৫টা ১০মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমানটি।

বাংলাদেশে এসেই তিনি নিজের ইন্সটাগ্রামে একটি ছবি স্টোরি হিসেবে শেয়ার করেন। গাড়িতে বসে থাকা অবস্থায় তোলা সেই ছবিতে লেখা ছিল বাংলাদেশ, পাশে ভালোবাসার ইমোজি ও বাংলাদেশের পতাকা।

বাংলাদেশে তার সফরের স্পন্সর ফান্ডেড নেক্সট। হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তিনি সরাসরি চলে যান ফান্ডেড নেক্সটের প্রধান কার্যালয় উত্তর বাড্ডায়। সেখানে ম্যাশ ও কিছু ভক্তদের সঙ্গে সাক্ষাত শেষে বেরিয়ে পড়েন গণভবনের উদ্দেশ্যে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে বিকেলেই তিনি উড়াল দেবেন কলকাতার উদ্দেশ্যে। সেখানে তিনদিন থাকবেন তিনি। যোগ দেবেন বেশ কিছু অনুষ্ঠানে।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন