ঢাকা,  শুক্রবার  ০৯ মে ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

উন্মোচিত হলো বাংলাদেশের বিশ্বকাপ জার্সি

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ২৩:২৩, ২৬ সেপ্টেম্বর ২০২৩

উন্মোচিত হলো বাংলাদেশের বিশ্বকাপ জার্সি

ছবি সংগৃহীত

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের আসর শুরু হতে আর ৯ দিনের অপেক্ষা। অংশগ্রহনকারী বেশিরভাগ দল আগেই নিজেদের জার্সি উন্মোচন করেছে। নান কারণে বাংলাদেশ পড়েছিল পিছিয়ে। অবশেষে উন্মোচিত হলো। আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)

ভিডিওতে বিশ্বকাপে সুযোগ পাওয়া ১৫ ক্রিকেটারকে জার্সি পরিহিত অবস্থায় দেখা গেছে। লাল ও সবুজ রঙের মিশেলে বাংলাদেশের ঐতিহ্য আর গৌরব ধারণ করেই এবার বিশ্বকাপের জার্সির নকশা তৈরি করা হয়েছে।

এবারের বিশ্বকাপ জার্সি জুড়ে গাঢ় সবুজ আছে ছড়িয়ে। তার ওপর কালো রঙে ফুটে আছে বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগারের ডোরাকাটা দাগ। কাঁধের অংশে এবং ডানদিকে নিচের অংশে আছে লাল বর্ণ। ভিডিওতে সেটিকে আল্পনার মতো মনে হয়েছে। 

যদিও ডিজাইনে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই জানায়নি বিসিবি। এর বুকের কাছে সাদা রঙে লেখা রয়েছে বাংলাদেশ। এর ওপরে বাম দিকে আছে বিসিবি ও ডান দিকে বিশ্বকাপের লোগো।

বাংলাদেশের ২০১৯ বিশ্বকাপ জার্সি উন্মোচনের পর হয়েছিল তুমুল বিতর্ক। সবুজ জার্সিতে ছিল না লালের বিন্দুমাত্র ছোঁয়া। অনেকে পাকিস্তানের জার্সির সঙ্গেও মিল খুঁজে পান। প্রবল সমালোচনার মুখে জার্সিতে পরিবর্তন আনে বিসিবি। আইসিসির অনুমোদন নিয়ে ‘বাংলাদেশ’ লেখার নিচে দেয়া হয় লাল বর্ডার। এবার তাই জার্সি তৈরির ক্ষেত্রে বেশ সতর্ক ছিল বিসিবি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন