ঢাকা,  মঙ্গলবার  ০৫ ডিসেম্বর ২০২৩

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

বিশ্বকাপে ৭ ম্যাচ হেরেও দুই কোটি টাকা পাচ্ছে সাকিবরা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০৯:৫৩, ১৪ নভেম্বর ২০২৩

বিশ্বকাপে ৭ ম্যাচ হেরেও দুই কোটি টাকা পাচ্ছে সাকিবরা

বিশ্বকাপের চলমান আসরে প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে ভারতে যাওয়া সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি গ্রুপপর্বে ৯ ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জয় পায়। ৭ ম্যাচে হেরে সেমিফাইনালের আগেই বিদায় নেয় বাংলাদেশ। তারপরও বিশ্বকাপ থেকে ২ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিশ্বকাপের চলতি আসরে বাংলাদেশ ম্যাচ জিতেছে মাত্র ২টি। আফগানিস্তান ও শ্রীলংকার বিপক্ষে। দুই জয়ের পুরস্কার হিসেবে বাংলাদেশ পাবে ৪০ হাজার ডলার করে মোট ৮০ হাজার ডলার। আর সাথে গ্রুপপর্বের ম্যাচগুলো খেলার কারণে পাবে আরও এক লাখ মার্কিন ডলার।

সবমিলিয়ে বাংলাদেশ পাচ্ছে ১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাড়ায় প্রায় ২ কোটি টাকা (১ কোটি ৯৭ লাখ ৭৩ হাজার)।

বিশ্বকাপের ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে রোববার সকাল সাড়ে ৯টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ দলকে বহনকারী চাটার্ড ফাইটটি।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ৪১ জেলার ১৩০টি আসনে ২৮৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল।
জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ: জাতীয় বস্ত্র দিবস উপলক্ষে দেয়া বাণীতে প্রধানমন্ত্রী।
কমিশনের অনুমতি ছাড়া ১০ ডিসেম্বর রাজনৈতিক সমাবেশ করতে পারবে না আওয়ামী লীগ। আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি।
ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাসের দাম ২৩ টাকা বাড়িয়ে সিলিন্ডার প্রতি ১ হাজার ৪০৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
আল-আকসা মসজিদের ইমামের বাড়িতে ইসরায়েলি সেনাদের হামলা।
ব্যাঙ্গালুরুতে পঞ্চম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৬ রানে হারিয়ে ৪-১ এ সিরিজ জিতেছে ভারত।
বিশ্বকাপের পর প্রথমবারের মতো আগামীকাল ভোরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পানামার মুখোমুখি হবে আর্জেন্টিনা।