
ফাইল ছবি
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আরেকটি 'প্রক্সি মওদুদীপন্থী দল'-এর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, ইতোমধ্যেই একাধিক প্রক্সি দল সক্রিয় রয়েছে।
গতকাল (১৩ সেপ্টেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, 'বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আরেকটি প্রক্সি-মওদুদীপন্থী দল আমরা চাই না। অর্ধডজন প্রক্সি দল তো আছেই। নতুন কিছু যোগ করবেন না! বরং নতুন করে সংজ্ঞায়িত করুন, পুনর্গঠন করুন এবং পুনরুদ্ধার করুন।'
পরে মন্তব্যের ঘরে তিনি কিছু বক্তব্যের স্ক্রিনশট শেয়ার করে লেখেন, 'আমাকে হত্যার জন্য মওদুদীপন্থী ভিড় তৈরি হচ্ছে।'
রাত ১টার দিকে তার পোস্টের মন্তব্যের ঘরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। অনেকের ধারণা, তিনি জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করেছেন।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ঢাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত ইসলামী ছাত্রশিবিরের বড় জয়ের পর মাহফুজ আলমের এমন মন্তব্য এসেছে।
এর আগে, গত ১০ সেপ্টেম্বর উপদেষ্টা মাহফুজ ফেসবুকে একটি পোস্ট দিয়ে ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, 'Congratulations to the winners at Ducsu,' (ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন) যা শিবির-সমর্থিত প্রার্থীদের উদ্দেশেই বলা হয়েছে বলে অনেকে মনে করছেন।
এদিকে, জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা ও ইসলামি চিন্তাবিদ সৈয়দ আবুল আ'লা মওদুদীর রাজনৈতিক মতাদর্শের অনুসারীদের 'মওদুদীপন্থী' বলা হয়ে থাকে।