ঢাকা,  শনিবার  ০৪ মে ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু, ছেলে আহত

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৫:১১, ১৩ জানুয়ারি ২০২৩

ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু, ছেলে আহত

ফাইল ছবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক নারী ও তার সন্তানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ওই নারীর আরেক শিশুসন্তান।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার বুড়িমারী স্থলবন্দর রেলওয়ে স্টেশনের সংলগ্ন করলাটারী ঘুন্টিবাজার নামক এলাকায় এই ঘটনা ঘটে।

মৃতরা হলেন—পাটগ্রাম উপজেলার রহমানপুর ধবসুতি এলাকার রাশেদুজ্জামানের স্ত্রী সুমি আক্তার (২৬) ও তাদের মেয়ে তাসমিরা তাবাসুম তাসিন (৫)। এ ঘটনায় আহত শিশু রাসিনকে (২) পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে বুড়িমারী কমিউটার (৬৫ আপ/৬৬ ডাউন) ট্রেনের চালক আশরাফুল ইসলাম বলেন, ‘সকালে ফাঁকা রেলওয়ে লাইনের পাশ দিয়ে এক নারী হেঁটে যাচ্ছিলেন। এ সময় তার কোলে এক শিশু ও হাত ধরে আরেক শিশু হাঁটছিল। তারা সামনের দিকে যাচ্ছিলেন। ট্র্রেনটি কাছাকাছি চলে আসলে সন্তানদের নিয়ে হঠাৎ রেললাইনের ওপরে উঠে যান ওই নারী। আমার মনে হয়েছে, ওই নারী দুই সন্তানকে নিয়ে আত্মহত্যা করতেই এসেছিলেন।’

বুড়িমারী কমিউটার ট্রেনের পরিচালক শরিফুল ইসলাম বলেন, ‘সবকিছু ঠিকঠাকই ট্রেনটি চলছিল।
হঠাৎ বুড়িমারী স্টেশনে প্রবেশের আগে চলন্ত ট্রেনের নিচে এক নারী দুই সন্তানকে নিয়ে ঝাঁপ দেন। এর মধ্যে ওই নারী ও তার এক সন্তানের মৃত্যু হয়েছে। এক শিশু বেঁচে গেছে।’

 

এদিকে সুমি আক্তারের প্রতিবেশী ফারুক হোসেন ও হুমায়ুন ইসলাম বলেন, ‌‘পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে।’

রাশেদুজ্জামান রাশেদের মামা  আফজালুল হক রিন্টু বলেন, ‘সুমি কানে কম শুনতো এবং চোখেও সমস্যা রয়েছে। যতটুকু জানি সুমি দুই সন্তানকে নিয়ে বুড়িমারীতে কোনও এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। পথে ট্রেনে কাটা পড়ে মারা গেছে। প্রকৃত ঘটনা না জেনে বিস্তারিত বলতে পারছি না।’

এদিকে ঘটনার পর বাড়িতে গিয়ে রাশেদুজ্জামান রাশেদ ও তার মা রাশেদা খাতুনকে পাওয়া যায়নি। ঘর তালাবদ্ধ পাওয়া গেছে।

পাটগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের উদ্ধারকারী কর্মীরা সুমি ও তার সন্তানদের উদ্ধার করেন।

পাটগ্রাম ও বুড়িমারী রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার নুর আলম জানান, বুড়িমারী কমিউটার আপ-৬৫ ট্রেনটি বুড়িমারী রেলওয়ে স্টেশনে প্রবেশের আউটার সিগনাল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে পাটগ্রাম সাইডে ৫৩১/৮ নম্বর কিলোমিটার এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর বুড়িমারী কমিউটার আপ-৬৫ ট্রেনটি লালমনিরহাট রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

দেশে চলমান তাপদাহের কারণে আজ (৪ মে) ঢাকা, রাজশাহী, খুলনা, রংপুরসহ ২৫ জেলায় সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
কোরবানীর ঈদের দেড়মাস আগে থেকেই চড়া মসলার বাজার। এলাচের দাম বেড়েছে কেজিতে দেড় হাজার টাকা। আদা-রসুনের মূল্যও ঊর্ধ্বমুখী।
পাকিস্তানে বাস খাদে পড়ে অন্তত ২০ জন নিহত।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের আইনের শাসন বজায় রাখার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
অভিষেকে উজ্জ্বল তানজিদ, ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।