ঢাকা,  শুক্রবার  ০৩ মে ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

বিদ্যালয়ের পিকনিক বাস দুর্ঘটনায় নিহত ২, আহত ৪০

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ০১:৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৩

বিদ্যালয়ের পিকনিক বাস দুর্ঘটনায় নিহত ২, আহত ৪০

ছবি সংগৃহীত

যশোরের বাঘারপাড়ার বাকড়ী মাধ্যমিক বিদ্যালয়ের পিকনিক বাস দুর্ঘটনায় দুইজন নিহতসহ অন্তত ৪০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে গোপালগঞ্জ থেকে ফেরার পথে কাশিয়ানীর ভাটিয়াপাড়ায় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

আহতদের যশোরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহত দুই জনের মধ্যে একজন ওই বিদ্যালয়ের কর্মচারী, অপরজন অভিভাবক সদস্য।

তবে, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আক্তারুজ্জামান হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নিয়ে আসার পরে আরেকজন মৃত্যুবরণ করেন।

তাৎক্ষণিকভাবে যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসার তদারকি করেছেন।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

নানা আয়োজনে মহান মে দিবস পালিত। মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রেখে উৎপাদন বাড়ানোর আহবান প্রধানমন্ত্রীর। শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হলেও কোন ছাড় নয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় গণভবনে থাইল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার থেকে কমতে পারে তাপমাত্রা। ঢাকাসহ কয়েকটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা-বলছে আবহাওয়া অধিদপ্তর।
গাজায় যুদ্ধবিরতির চুক্তি না করার ব্যর্থতার দায় হামাসকেই বহন করতে হবে- জেরুজালেম সফরে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
প্রবল বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় ১৬৯ জনের মৃত্যু। নাইরোবিতে নজিরবিহীন পরিস্থিতি।
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪।
স্টিভেন স্মিথকে বাদ দিয়ে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।