ঢাকা,  সোমবার  ০৮ সেপ্টেম্বর ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

মুন্সিগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৮

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১১:৫০, ৬ সেপ্টেম্বর ২০২৫

মুন্সিগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৮

ছবি সংগৃহীত

মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ৬ জন গুলিবিদ্ধ ও ২ জন ককটেল বিস্ফোরণে আঘাতপ্রাপ্ত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের মধ্যে চারজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় এই সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উজির আহমেদ এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রায়হানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে এদিন রাতে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

সংঘর্ষে গুলি ও ককটেলের আঘাতে ৮ জন আহত হন। তাদের নাম শহিদুল মাদবর (৪৫), মজনু সরকার (৫৫), শামীম সরকার (২৭), জাহাঙ্গীর সরকার (৩৫), নজরুল সরকার (৬৫), শরীফ মাদবর (৬৫), সোহেল (৩৫) ও লিটন মিয়া (২৫) বলে জানা গেছে।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ পারভেজ জানান, আহতদের মধ্যে ছয়জন গুলিবিদ্ধ এবং দুইজন ককটেলের আঘাতে আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় রেফার করা হয়েছে।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, মূলত মাদক ব্যবসাকে কেন্দ্র করেই সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের আটজন আহত হয়েছেন। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন