ঢাকা,  সোমবার  ০৮ সেপ্টেম্বর ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

পাটখাতে দক্ষতা উন্নয়নে বিজেএমএ ও সুইসকন্ট্যাক্টের সমঝোতা স্মারক স্বাক্ষর

তামহীদ খান তিশাদ

প্রকাশিত: ১৬:৩৭, ৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৬:৪৪, ৭ সেপ্টেম্বর ২০২৫

পাটখাতে দক্ষতা উন্নয়নে বিজেএমএ ও সুইসকন্ট্যাক্টের সমঝোতা স্মারক স্বাক্ষর

ছবি:নিউজ জার্নাল ২৪

বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন (বিজেএমএ) ও সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ যৌথভাবে পাটখাতে দক্ষতা উন্নয়নে কাজ করবে। এ লক্ষ্যে ‘বিল্ডিং ইয়ুথ এমপ্লয়েবিলিটি থ্রু স্কিলস (বাইটস)’ প্রকল্পের আওতায় উভয় পক্ষ একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।

রবিবার ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজেএমএ-এর চেয়ারম্যান মো. আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেএমএ-এর পরিচালক মো. হাসেন আলী। এ সময় বিজেএমএ এবং সুইসকন্ট্যাক্ট-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বেসরকারি খাতের অংশীদাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্যে বিজেএমএ-এর পরিচালক মো. হাসেন আলী বলেন, “পাটশিল্পে দক্ষ কর্মীর অভাব প্রকট। আমার রাজশাহীর মিলেও প্রশিক্ষিত শ্রমিকের অভাবে সমস্যায় পড়তে হয়। এই ধরনের উদ্যোগ তাই শিল্পের টিকে থাকা ও অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বিজেএমএ-এর চেয়ারম্যান মো. আবুল হোসেন বলেন, “বর্তমানে বাংলাদেশে প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহারে পরিবেশ দূষণ বাড়ছে। পাটপণ্য হতে পারে একটি প্রাকৃতিক ও টেকসই বিকল্প। বাইটস প্রকল্পের মাধ্যমে সমন্বিত প্রশিক্ষণ মডিউল তৈরি হলে তা শুধু পাটখাতকে শক্তিশালী করবে না, বরং রপ্তানি বৈচিত্র্যেও বড় ভূমিকা রাখবে।”

সমঝোতা অনুযায়ী, বাইটস প্রকল্প একটি প্রশিক্ষণ চাহিদা মূল্যায়ন পরিচালনা করবে এবং এর ভিত্তিতে প্রশিক্ষণ মডিউল তৈরি করবে। পাশাপাশি ‘ট্রেইনিং অব ট্রেইনারস’ (টিওটি) আয়োজনের মাধ্যমে বিজেএমএ-এর মধ্যে একটি মাস্টার ট্রেইনার দল গঠন করা হবে, যারা পরবর্তীতে অন্তত ১০০ জন উদ্যোক্তাকে দক্ষতা প্রশিক্ষণ প্রদান করবেন। বিজেএমএ-এর ২৪০টি সদস্য কারখানার নেটওয়ার্ক ব্যবহার করে প্রশিক্ষণ কার্যক্রমের স্থায়িত্ব নিশ্চিত করা হবে।

বর্তমানে বাংলাদেশ ১১৮টি দেশে ২৮২ ধরনের পাটপণ্য রপ্তানি করছে। পরিবেশবান্ধব ও টেকসই এই পণ্যের আন্তর্জাতিক চাহিদা ক্রমেই বাড়ছে। নতুন এই উদ্যোগ উদ্যোক্তাদের দক্ষতা বাড়িয়ে রপ্তানি বৃদ্ধিতে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বাইটস প্রকল্পটি নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে সুইসকন্ট্যাক্ট বাস্তবায়ন করছে।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন