ঢাকা,  রোববার  ৩১ আগস্ট ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

নেত্রকোনায় পাল্টাপাল্টি সংঘর্ষে সাবেক ইউপি সদস্যসহ তিনজন নিহত

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১১:৩৭, ৩১ আগস্ট ২০২৫

নেত্রকোনায় পাল্টাপাল্টি সংঘর্ষে সাবেক ইউপি সদস্যসহ তিনজন নিহত

ফাইল ছবি

নেত্রকোনার সদর উপজেলায় প্রতিপক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছেন এক সাবেক ইউপি সদস্যসহ তিনজন। ঘটনাটি ঘটে শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামে।

নিহতদের মধ্যে রয়েছেন ওই গ্রামের সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া, নূর মোহাম্মদ ও রফিক মিয়া।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শনিবার রাতে বিএনপির কাউন্সিল শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন দোজাহান মিয়ার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পর উত্তেজিত দোজাহানের সমর্থকেরা প্রতিপক্ষের বাড়িতে গিয়ে হামলা চালালে অন্তত চারজন আহত হন। তাদের মধ্যে নূর মোহাম্মদকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে রাতেই তিনি মারা যান। পরে রবিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রফিক মিয়াও মৃত্যুবরণ করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ তিনজনের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন