
ভোলায় এলডিপির জেলা অফিসের উদ্বোধন
ভোলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) জেলা অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে শহরের উকিলপাড়া নিজাম-হাসিনা মসজিদের সামনে আনুষ্ঠানিকভাবে এ অফিসের উদ্বোধন ঘোষণা করেন ভোলা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলডিপি ভোলা জেলা শাখার সভাপতি ও সাংবাদিক মো. বশির আহম্মেদ। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের এলডিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এলডিপি সবসময় গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রাখবে। ভোলা জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে দলকে শক্তিশালী করতে এই কার্যালয় হবে সংগঠনের কেন্দ্রবিন্দু।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলডিপির জেলা সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল ছিল উৎসবমুখর পরিবেশে মুখরিত।