ঢাকা,  শনিবার  ১৩ সেপ্টেম্বর ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ডাকসুতে প্রাণ হারানো সাংবাদিকের পরিবারকে শিবিরের ২ লাখ টাকা সহায়তা

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ০১:৫৪, ১৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০১:৫৪, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ডাকসুতে প্রাণ হারানো সাংবাদিকের পরিবারকে শিবিরের ২ লাখ টাকা সহায়তা

ছবি সংগৃহীত

ডাকসু নির্বাচন কভার করতে গিয়ে মৃত্যুবরণকারী সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে ছাত্রশিবির। নিহত ওই সাংবাদিকের পরিবারকে ২ লাখ টাকা দিয়েছে সংগঠনটি।

শুক্রবার রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ও ডাকসুর নবনির্বাচিত জিএস এসএম ফরহাদ। 

তিনি বলেন, ডাকসু নির্বাচনের দিন সংবাদ কাভার করতে গিয়ে ইন্তেকাল করেছেন তরিকুল শিবলী ভাই। তিনি রেখে গেছেন দুই সন্তান। বড় সন্তান আয়াতের বয়স চার বছর এবং ছোট সন্তান আজমীনের বয়স দেড় বছর।

চার বছর বয়সী আয়াত দীর্ঘ আলাপের ফাঁকে আমাকে বলছে—

"আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং আল্লাহ বাবাকে সুন্দর একটা জায়গায় রেখেছেন। যেহেতু বাবা আসবেন না, তাই আমি আমার মা ও ছোট বোন আজমীনের খোঁজখবর রাখবো, আদর করবো।"

অবুঝ শিশুর মুখে এমন ভারি কথা!

আমরা পরিবারের সাথে প্রাথমিক সাক্ষাতে ছোট্ট দুই শিশুর খরচের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে আপাতত দুই লক্ষ টাকা পৌঁছে দিয়েছি। ইনশাআল্লাহ, আমরা সকল প্রয়োজনে সাধ্যমতো পরিবারটির পাশে থাকবো।

এসময় উপস্থিত ছিলেন ডাকসুর নবনির্বাচিত সভাপতি সাদিক কায়েম ও জিএস এসএম ফরহাদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহ করার সময় সাংবাদিক শিবলীর মৃত্যু হয়। হার্ট অ্যাটাক করে তিনি মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তরিকুল শিবলী (৪০) নামে ওই সাংবাদিক চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার ছিলেন।

কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহ করার সময় লাইভে ছিলেন তরিকুল শিবলী। হঠাৎ পড়ে যান এবং জ্ঞান হারিয়ে ফেলেন। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন