
ভোলা সদর ও বোরহানউদ্দিন উপজেলায় ছাগলের জন্য ফ্রি ভ্যাকসিন ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গ্রিন ক্লাইমেট ফান্ড এবং পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) বাস্তবায়িত Resilient Homestead and Livelihood Support to the Vulnerable Coastal People of Bangladesh (RHL) প্রকল্পের আওতায় এ কার্যক্রম আয়োজন করা হয়।
প্রকল্পের অংশ হিসেবে এখন থেকে প্রতি মাসে ভোলা সদর ও বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে একটি করে ফ্রি ভ্যাকসিন ও মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) গ্রামীণ জন উন্নয়ন সংস্থার আয়োজনে এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ক্যাম্পে উপকারভোগীদের মালিকানাধীন ২৩০টি ছাগলকে পিপিআর ভ্যাকসিন প্রদান করা হয়। পাশাপাশি ছাগলের রোগ প্রতিরোধে কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়।
ক্যাম্প আয়োজকরা জানিয়েছেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে উপকারভোগীদের ছাগলকে রোগ থেকে সুরক্ষিত রাখা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং টেকসই জীবিকায়ন নিশ্চিত করা সম্ভব হবে।
আগামীতে নিয়মিতভাবে আরও ইউনিয়নে একই ধরনের ক্যাম্প আয়োজন করা হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, যেসব পরিবার ছাগল পালন করেন বা পরিচিত কারও ছাগল আছে, তারা এ ফ্রি ভ্যাকসিন ও চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবেন।