
মনপুরায় দিনব্যাপী বিনামূল্যের চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
ভোলার বিচ্ছিন্ন উপজেলা মনপুরায় দিনব্যাপী বিনামূল্যের চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে এ কার্যক্রম। বিশেষজ্ঞ চিকিৎসক দল এ চক্ষু ক্যাম্প পরিচালনা করেন।
ক্যাম্পের আয়োজন করেন বিএনপি নেতা এডভোকেট সিদ্দিকুল্লাহ মিয়া। স্থানীয়ভাবে স্বাস্থ্যসেবার অপ্রতুলতার কারণে এ উদ্যোগে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
চিকিৎসা নিতে আসা মনপুরার মো. বিল্লাল বলেন, “বিচ্ছিন্ন এ উপজেলায় কার্যকর স্বাস্থ্যসেবা নেই বললেই চলে। এ ধরনের উদ্যোগ আমাদের জন্য সত্যিই উপকারী।”
চরজ্ঞান এলাকা থেকে আসা লাকি আক্তার জানান, চোখের চিকিৎসার জন্য তাদের ভোলা বা ঢাকায় যেতে হয়। তিনি বলেন, “বাড়ির পাশে এমন সেবা পাওয়া আমাদের জন্য অনেক সুবিধাজনক। আমরা কৃতজ্ঞ।”
আরও অনেকে জানান, ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে।
আয়োজক এডভোকেট সিদ্দিকুল্লাহ মিয়া বলেন, “তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির ২৬ নম্বর দফায় জনগণের পাশে থাকার যে বার্তা রয়েছে, সেই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই এ আয়োজন।”
দিনব্যাপী এ চক্ষু ক্যাম্পে এক হাজার রোগী বিনামূল্যে সেবা গ্রহণ করেন বলে আয়োজকরা জানান।