শিক্ষার আধুনিকীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ ও বাস্তবায়ন কৌশল নিয়ে ভোলায় ‘শির্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়োছে
পথসোপান ও বাস্তবায়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ভোলা সরকারি মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের হলরুমে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কলেজের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান।
সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ফাতেমা বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক মো. হারুন আর রশিদ।
বক্তারা বলেন, শিক্ষার আধুনিকীকরণের পাশাপাশি শিক্ষাব্যবস্থাকে আরও সু শৃঙ্খল ও সুসংগঠিত করারর আহ্বান জানান।
জেলা এবং উপজেলা পর্যায়ের প্রতিষ্ঠানে শিক্ষার সমন্বয় জোরদার করারর পাশাপাশি গবেষণাভিত্তিক শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব আরোপ করেন বক্তারা।
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য বলেও উল্লেখ করেন তারা।
সেমিনারে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শিক্ষকরা।
ভোলা সরকারি মহিলা কলেজে ধারাবাহিক শিক্ষার মান উন্নয়ন ধরে রাখতে কার্যকরি পদক্ষেপগুলো উঠে আসে সেমিনারে।
শিক্ষকদের আন্তরিক পাঠদান, পরিবেশ কলাকৌশল প্রয়োগের ফলে গত ১০ বছরের মধ্য ২০২৫ সালে ফলাফল নিয়ে সন্তুষ্ঠি প্রকাশ করেন তারা।









