
ছবি প্রতিকী
গাইবান্ধার সাদুল্লাপুরে ষাটোর্ধ্বা এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই নারী ছাগল আনতে বাড়ির পাশের মাঠে যান। এ সময় একই গ্রামের আইয়ুব আলী (৪৫) তাকে একা পেয়ে পাশের একটি হলুদের জমিতে নিয়ে ধর্ষণ করেন। তিনি নারীর মুখ ও হাত-পা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর অসুস্থ অবস্থায় স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থা অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কানিজ ফাতেমা মনি বলেন, “৬৬ বছর বয়সী বৃদ্ধাকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। তিনি আতঙ্কিত ছিলেন এবং তার রক্তক্ষরণ দেখা যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রেফার্ড করা হয়েছে।”
সদল্লাপুর থানাধীন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। অভিযুক্ত আইয়ুব আলী পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার জানিয়েছেন, ভুক্তভোগীর স্বজনরা এখনও লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, আইয়ুব আলীর বিরুদ্ধে আগেও অনৈতিক কাজের অভিযোগ ছিল। এলাকাবাসী তার দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।