ঢাকা,  সোমবার  ২০ অক্টোবর ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যা: সন্দেহের তালিকায় ছাত্রী ও তার বয়ফ্রেন্ড

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৮, ১৯ অক্টোবর ২০২৫

আপডেট: ২৩:৪৯, ১৯ অক্টোবর ২০২৫

জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যা: সন্দেহের তালিকায় ছাত্রী ও তার বয়ফ্রেন্ড

ছবি সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ রহমান হত্যাকাণ্ডে নতুন তথ্য পেয়েছে পুলিশ। ঘটনার সঙ্গে জুবায়েদের এক ছাত্রী ও তার বয়ফ্রেন্ডের সম্পৃক্ততা থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তদন্তসংশ্লিষ্টরা জানান, নিহত জুবায়েদ নিয়মিত এক ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বর্ষাকে টিউশন করাতেন।

রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তিনি বর্ষার বাসায় পড়াতে যাওয়ার কথা ছিল। তার আগেই ছাত্রী বর্ষা ফোনে সময় ও ঠিকানা নিশ্চিত করেন।

পরবর্তীতে জুবায়েদের রক্তাক্ত দেহ পুরান ঢাকার একটি ভবন থেকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর বর্ষা নিজেই ফোন করে জুবায়েদের রুমমেটকে খবর দেয়, স্যার খুন হয়ে গেছে। প্রশ্ন উঠেছে, বর্ষা কীভাবে জুবায়েদের রুমমেটের নাম্বার পেলেন এবং তাদের মধ্যে সম্পর্কের গভীরতা কতটা ছিল।

বংশাল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আমরা ইতোমধ্যে দুইজনকে সনাক্ত করেছি। ছাত্রী ও তার বয়ফ্রেন্ডের সম্পৃক্ততা আছে বলে ধারণা করছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হত্যার দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এরই মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন