ঢাকা,  বুধবার  ২২ অক্টোবর ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ভোলায় জমি দখলের অপচেষ্টা থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন

মোঃ সামিরুজ্জামান, রিপোর্টার

প্রকাশিত: ১৮:৫০, ২১ অক্টোবর ২০২৫

ভোলায় জমি দখলের অপচেষ্টা থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন

ভোলায় জমি দখলের অপচেষ্টা ও মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তি চেয়ে সংবাদ সম্মেলন করেছেন সদর উপজেলার পশ্চিম ধনিয়া গ্রামের বাসিন্দা মো. জাহাঙ্গীর তালুকদার। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ভোলা শহরের একটি স্থানীয় পত্রিকা অফিসে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে জাহাঙ্গীর তালুকদার জানান, তিনি সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চর ভেদুরিয়া মৌজায় ১০৮ নম্বর খতিয়ানভুক্ত দুটি দলিলের মাধ্যমে মোট ৫৯ শতাংশ জমি ২০১০ সালে ক্রয় করেন। সেই থেকে তিনি নিয়মিত ভোগদখল করে আসছেন।

তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর স্থানীয় আব্দুল মোতালেব ও তার ছেলে জহির, জিয়া ও ডালিম তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে একাধিকবার তারা তার জমি ও ঘরবাড়ি দখলের চেষ্টা চালায়। স্থানীয়দের বাধায় ব্যর্থ হয়ে প্রতিহিংসাবশত তার নামে নয়টি মিথ্যা মামলা দায়ের করা হয়, যার মধ্যে চারটি মামলা এখনো চলমান।

জাহাঙ্গীর তালুকদার বলেন, “মোতালেব গং অবৈধভাবে আমার জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা আমাকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে ও হুমকি দিচ্ছে। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

তিনি এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও তার পরিবারকে নিরাপত্তা প্রদানের দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত এ বিরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের কার্যকর পদক্ষেপ না এলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন