ঢাকা,  সোমবার  ১৫ ডিসেম্বর ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

“শিক্ষাই নারী ক্ষমতায়নের প্রধান হাতিয়ার”

ভোলায় ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা

মোঃ সামিরুজ্জামান, রিপোর্টার

প্রকাশিত: ১৬:৪০, ২৬ অক্টোবর ২০২৫

ভোলায় ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা

“শিক্ষাই একমাত্র নারী ক্ষমতায়নের প্রধান হাতিয়ার”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় অনুষ্ঠিত হয়েছে বিতর্ক প্রতিযোগিতা। 

রবিবার (২৬ অক্টোবর) সকালে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর আয়োজনে তাদের হলরুমে সমৃদ্ধি কর্মসূচির আওতায় “তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিজেইউএস-এর পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মো. হুমায়ুন কবীর। প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার কৃষিবিদ শাকিল আহমেদ। বিচারকের দায়িত্বে ছিলেন উপপরিচালক অরুণ কুমার সিংহ, টেকনিক্যাল অফিসার ডা. সাথি আক্তার এবং টেকনিক্যাল অফিসার মিঠুন মণ্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার আলমগীর হোসেন।

বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও ইলিয়াস মিয়া মাধ্যমিক বিদ্যালয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই বিতর্কে বিজয়ী হয় ইলিয়াস মিয়া মাধ্যমিক বিদ্যালয় দল। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন একই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জবা আক্তার। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক এবং এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।

এই ধরনের প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে নেতৃত্ব, যুক্তি প্রকাশ এবং সমাজ পরিবর্তনের ইতিবাচক চিন্তাধারায় উদ্বুদ্ধ করবে— যা ভবিষ্যতে একটি সচেতন ও অগ্রসর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন