ঢাকা,  বুধবার  ০৫ নভেম্বর ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

গুজব প্রতিরোধে ভোলায় গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা

মোঃ সামিরুজ্জামান, রিপোর্টার

প্রকাশিত: ১৮:১২, ৫ নভেম্বর ২০২৫

গুজব প্রতিরোধে ভোলায় গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা

ভোলায় গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে বরিশাল আঞ্চলিক তথ্য অফিস।

সভায় সভাপতিত্ব করেন বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোছা. আফরোজা নাইচ রিমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান।

অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে বক্তব্য রাখেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মো. নিজামুল কবীর। বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার শরীফুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল তথ্য অফিসার আহসানুল হক। এসময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মো. শাহ আব্দুর রহিম নুরুন্নবী।

বক্তারা বলেন, গুজব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। পাশাপাশি গুজব মনিটরিং সেল গঠনের ওপরও গুরুত্বারোপ করা হয় সভায়।

সভায় বক্তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যাঁরা গুজব ছড়াচ্ছেন, তাঁদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে হবে।

মতবিনিময় সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন