ঢাকা,  বৃহস্পতিবার  ১৩ নভেম্বর ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

দৌলতখানে চরের জমি ফেরতের দাবিতে কৃষকদের মানববন্ধন

মোঃ সামিরুজ্জামান, রিপোর্টার

প্রকাশিত: ২১:৪০, ১২ নভেম্বর ২০২৫

দৌলতখানে চরের জমি ফেরতের দাবিতে কৃষকদের মানববন্ধন

ভোলার দৌলতখান উপজেলার নেয়ামতপুর চরে ভূমিদস্যু ও লাঠিয়ালদের দখল-দৌরাত্ম্যের প্রতিবাদে এবং প্রকৃত মালিকদের জমি ফেরতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) দুপুরে নেয়ামতপুর এলাকার কয়েক শত কৃষক, জমির মালিক ও সাধারণ মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

স্থানীয়রা অভিযোগ করেন, চরের কৃষি জমি দখল করতে একটি লাঠিয়াল চক্র দীর্ঘদিন ধরে তৎপর রয়েছে। তারা নিরীহ কৃষকদের ওপর হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর, লুটপাটসহ বিভিন্ন নির্যাতন চালাচ্ছে। এমনকি ধান কাটার মৌসুমে কৃষকেরা ফসল ঘরে তুলতে পারছেন না দস্যুদের ভয়ে।

চরের বাসিন্দাদের দাবি, ভূমিদস্যুদের অত্যাচারে তারা প্রতিনিয়ত আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। প্রশাসনের কাছে তারা দাবি জানান—চরকে দস্যুমুক্ত করে প্রকৃত মালিকদের দখলকৃত জমি ফিরিয়ে দিতে হবে।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৬৫ সালে নেয়ামতপুর চরটি প্রথম জেগে ওঠে। পরবর্তীতে ১৯৯৬ সালে তা নদীগর্ভে বিলীন হলেও ২০০২ সালে পুনরায় ভেসে উঠলে সেখানে বসতি গড়ে ওঠে। বর্তমানে নেয়ামতপুর, পূর্ব নেয়ামতপুর, সাহাপুর ও পশ্চিম নেয়ামতপুরসহ পাঁচটি মৌজায় প্রায় পাঁচ হাজার একর জমি রয়েছে। এসব জমিতে বহু বছর ধরে প্রকৃত মালিকরা চাষাবাদ করছিলেন।

অভিযোগ রয়েছে, সম্প্রতি দৌলতখানের একটি প্রভাবশালী গোষ্ঠী ওই জমি দখলের উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়ে কৃষকদের উৎখাতের চেষ্টা চালাচ্ছে। কৃষকরা জানিয়েছেন, তাদের ফসল লুট করে নেওয়া হচ্ছে, গৃহপালিত পশু চুরি হচ্ছে, আর এসব ঘটনার পরও প্রশাসনের কার্যকর কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না।

মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা কারও জমি দখল করতে চাই না, শুধু আমাদের পৈতৃক জমি ফিরে পেতে চাই। ভূমিদস্যুদের দমন করে চরে শান্তি ফিরিয়ে আনুক প্রশাসন।”

চরবাসীর দাবি, ভূমিদস্যুদের দৌরাত্ম্য বন্ধে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ প্রয়োজন, যাতে প্রকৃত মালিকরা তাদের জমিতে নিরাপদে চাষাবাদ করতে পারেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন