ঢাকা,  শুক্রবার  ২৯ সেপ্টেম্বর ২০২৩

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ওয়াগনার বাহিনীকে আনুগত্য স্বীকারের নির্দেশ পুতিনের

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৩, ২৬ আগস্ট ২০২৩

ওয়াগনার বাহিনীকে আনুগত্য স্বীকারের নির্দেশ পুতিনের

ফাইল ছবি

সশস্ত্র ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রতিষ্ঠাতা প্রিগোজিন নিহতের পর যোদ্ধাদের অবিলম্বে রাশিয়ার প্রতি আনুগত্য স্বীকার করে হলফনামায় স্বাক্ষরের নির্দেশ দিয়ে ডিক্রি জারি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওয়াগনার যোদ্ধারা রুশ সামরিক বাহিনীর কমান্ডার এবং জ্যেষ্ঠ নেতাদের আদেশ মানতে বাধ্য বলেও ডিক্রিতে উল্লেখ করা হয়েছে।

ক্রেমলিনের অফিসিয়াল ওয়েবসাইটে শুক্রবার (২৫ আগস্ট) প্রকাশিত পুতিনের ডিক্রিতে বলা হয়েছে, ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানে’ যারা সেনাবাহিনীর হয়ে কাজ করছেন বা সহায়তা করছেন তাদের বাধ্যতামূলকভাবে রাশিয়ার প্রতি আনুগত্যের হলফনামায় স্বাক্ষর করতে হবে।’

গত বুধবার (২৩ আগস্ট) রাশিয়ায় একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর সবাই নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। এই উড়োজাহাজে আরোহীর মধ্যে প্রিগোজিনের নাম রয়েছে। বিধ্বস্ত বিমানের ১০ যাত্রীর লাশ উদ্ধারের দাবি করেছেন রুশ কর্মকর্তারা। 

বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রিগোজিনসহ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কিন্তু ইউক্রেনসহ অনেক পশ্চিমা কর্মকর্তারা বলছেন, পুতিনের নির্দেশেই ওই বিমানটি ভূপাতিত করা হয়েছে। কারণ, গত জুনে রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তাদের উৎখাতে প্রিগোজিনের নেতৃত্বে ওয়াগনার বাহিনী যে বিদ্রোহ করেছিলো তা পুতিনের জন্য হুমকি ছিলো এবং তাকে বিশ্বাসঘাতক হিসেবেও অ্যাখ্যা দেওয়া হয়েছিলো। সূত্র: আল জাজিরা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন