ঢাকা,  সোমবার  ২০ অক্টোবর ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

হংকংয়ে রানওয়ে থেকে পিছলে কার্গো বিমান সাগরে, নিহত ২

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৪:০৩, ২০ অক্টোবর ২০২৫

হংকংয়ে রানওয়ে থেকে পিছলে কার্গো বিমান সাগরে, নিহত ২

রানওয়ে থেকে পিছলে গিয়ে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো বিমান সাগরে পড়েছে। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এ ভয়াবহ দুর্ঘটনায় দু'জন নিহত হয়েছেন। খবর রয়টার্স।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুবাই থেকে আসা বোয়িং ৭৪৭ কার্গো বিমানটি অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে উত্তর রানওয়ে থেকে ছিটকে গিয়ে সাগরে পড়ে। দুর্ঘটনার পর তোলা ছবিতে দেখা যায়, বোয়িং ৭৪৭ বিমানটির নাক এবং পেছনের অংশ আলাদা হয়ে গেছে এবং বিমানটি সমুদ্রের পানিতে আংশিক ডুবে আছে।

দুর্ঘটনার সময় রানওয়ের পাশে থাকা একটি গ্রাউন্ড ভেহিকেল বিমানটির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়, আর এতে দুইজন গ্রাউন্ড স্টাফের মৃত্যু হয়েছে বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম। বিমানে থাকা চারজন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে এবং তারা নিরাপদ আছেন বলে হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

ফ্লাইটটি পরিচালনা করছিল এমিরেটস। দুর্ঘটনার সময় বিমানে কোনো পণ্য ছিল না বলে জানিয়েছে তারা।

বিশ্বের অন্যতম ব্যস্ত কার্গো বিমানবন্দর হিসেবে পরিচিত হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর দিকের রানওয়েটি দুর্ঘটনার পর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে দক্ষিণ ও মধ্য রানওয়ে সচল রয়েছে।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন