
গত সপ্তাহেও ট্রাম্প একই কথা জানিয়েছিলেন। অবশ্য ভারত গত সপ্তাহে ট্রাম্পের এ সংক্রান্ত একটি দাবি প্রত্যাখ্যান করেছে।
রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা নিয়ে ফের ভারতকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে ভারতীয় পণ্যের ওপর বড় ধরনের শুল্ক আরোপ করা হবে বলেও জানান তিনি।
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প এসব কথা বলেন বলে আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।
প্রতিবেদন বলছে, মার্কিন প্রেসিডেন্ট দ্বিগুণ দৃঢ়তা প্রকাশ করে বলেছেন, ভারত রাশিয়ার তেল কেনা সীমিত করতে সম্মত হয়েছে। নয়াদিল্লি তাঁর শর্তে রাজি না হলে এবং তেল কেনা বন্ধ না করলে ভারতীয় পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি।
ট্রাম্প বলেন, আমি ভারতের প্রধানমন্ত্রী মোদির সাথে কথা বলেছি। তিনি বলেছেন, তিনি রাশিয়ার তেল কিনবেন না।
গত সপ্তাহেও ট্রাম্প একই কথা জানিয়েছিলেন। অবশ্য ভারত গত সপ্তাহে ট্রাম্পের এ সংক্রান্ত একটি দাবি প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প বলেছিলেন, নয়াদিল্লির রাশিয়ার তেল আমদানি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে টেলিফোনে কথা বলেছেন তিনি।
ভারতের এই দাবি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প উত্তর দিয়েছিলেন, যদি তারা তা বলতে চায়, তাহলে তাদের বিশাল শুল্ক দিতে হবে এবং তারা তা করতে চায় না।
২০২২ সালে ইউক্রেনে আক্রমণের জন্য পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেলা কেনা বন্ধের ঘোষণা দেয়। মস্কোর ওপর নানা দেশের নিষেধাজ্ঞা আরোপের পর ভারত এখন ছাড়ে বিক্রি হওয়া রাশিয়ান তেলের সবচেয়ে বড় ক্রেতা হয়ে উঠেছে।