ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

৯ মাসে কোরআনের হাফেজ হলো শিশু আব্দুর রহমান

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ২৩:২৯, ২৬ ডিসেম্বর ২০২২

৯ মাসে কোরআনের হাফেজ হলো শিশু আব্দুর রহমান

ছবি সংগৃহীত

বরগুনা: মাত্র ৯ মাসে সম্পূর্ণ কোরআনে কারিম হিফজ সম্পন্ন করার অনন্য গৌরব অর্জন করেছে বরগুনার ছেলে ৯ বছর বয়সী আব্দুর রহমান।

রোববার (২৫ ডিসেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে আব্দুর রহমানসহ ১০ জন হাফেজদের সমাপনী সংবর্ধনা, পাগড়ী প্রদান শেষে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

আব্দুর রহমান বরগুনা পৌর এলাকার বাসিন্দা। তার বাবা সৌদি প্রবাসী আব্দুল আজিজ।

সে বরগুনা পৌর শহরের ডিকেপি রোডে অবস্থিত ব্যতিক্রমী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান বাবে জান্নাত মাদরাসার ছাত্র।

বরগুনা পৌর এলাকার ডিকেপি রোডে বাবে জান্নাত মাদরাসার হিফজ বিভাগ ছাত্রদের সংবর্ধনা, পাগড়ী প্রদান অনুষ্ঠানে মাওলানা মুহা. আবু হাসান বলেন, হিফজ শুরু করার পরই আমরা আব্দুর রহমানের মধ্যে ভিন্ন রকমের প্রতিভা দেখতে পাই।

সে মাত্র ৯ মাসে হিফজ সমাপ্ত করেছে-আলহামদুলিল্লাহ। তবে সে খুব চঞ্চল প্রকৃতির, যদি একমনে সময় কাজে লাগাত তাহলে সে আরও অল্প সময়ে হাফেজ হতে পারত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার পরিচালক মাও. আবু হাসান। বাবে জান্নাত মাদরাসার শিক্ষক হাফেজ মো. নূরে আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার ইসলামী মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল করিম।  

বিশেষ অতিথি ছিলেন মাওলানা হারুন অর রশিদ। সাবেক ভাইস চেয়ারম্যান মহিবুল্লাহ হারুন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে- ব্যাংককে জাতিসংঘের সম্মেলনে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলা নির্বাচন ব্যর্থ হলে এ বছরের ৭ জানুয়ারির ভোটে প্রতিষ্ঠিত গণতন্ত্র ব্যর্থ হবে- প্রধান নির্বাচন কমিশনার।
আপিল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতিকে শপথবাক্য পাঠ করালেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৯ শ্রমিক নিহত।
আবারও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। মে মাসে বৃষ্টির সম্ভাবণা থাকলেও পরিস্থিতির উন্নতি হওয়ার সুযোগ কম। বৃষ্টির জন্য বিভিন্ন জেলায় বিশেষ নামাজ।
মিয়ানমারের সেনা বাহিনীর সদস্যসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি।
গাজায় ইসরায়েল বাহিনীর হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত।
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে ২-০ গোলে হারিয়েছে এভারটন। শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ৪-২ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।