ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ওয়াজ মাহফিলে অংশ না নেওয়ার ঘোষণা শায়খ আহমাদুল্লাহ’র

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ০০:২০, ১৯ জানুয়ারি ২০২৩

ওয়াজ মাহফিলে অংশ না নেওয়ার ঘোষণা শায়খ আহমাদুল্লাহ’র

ছবি সংগৃহীত

 

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত ইসলামি বক্তা শায়েখ আহমাদুল্লাহ ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করবেন না বলে ঘোষণা দিয়েছেন। তবে এ বছরই তিনি এই সিদ্ধান্ত কার্যকর করবেন না। আগামী বছর থেকে ওয়াজ মাহফিলে দেখা যাবে না তাকে।

বুধবার (১৮ জানুয়ারি) গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আহমাদুল্লাহ নিজেই।  শুধু তাই নয়, এর আগে এক ওয়াজ মাহফিলের প্রশ্নোত্তরপর্বেও তিনি এ কথা জানিয়েছিলেন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, মাহফিল অবশ্যই আমাদের সমাজে অনেক বড় ভূমিকা রাখে। দ্বীনের বার্তা পৌছে দিতে এসব মাহফিল আয়োজন করা হয়। কার্যকারীতাও থাকে। তবে আমি ব্যক্তিগতভাবে আর চাপ নিতে পারছি না। আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে। তাই আগামী বছর থেকে মাহফিলে যোগ দেওয়া হবে না।

একই সঙ্গে তিনি নিজের প্রতিষ্ঠান আসসুন্নাহ ফাউন্ডেশন ও মাদরাসায় বিভিন্ন কাজে মনোযোগ দিতে হচ্ছে বিধায় মাহফিল করা কষ্টকর হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন।মাহফিলের অতিরিক্ত চাপের কারণে ফাউন্ডেশনসহ অন্যান্য কাজে বিঘ্ন ঘটছে তার।

তবে মাহফিল না করলেও আসসুন্নাহ ফাউন্ডেশনের সার্বিক আয়োজনে মসজিদ ভিত্তিক হালাকা করা হবে। জেলা ভিত্তিক বড় কোনো মসজিদে এর আয়োজন হবে। সেখানে সবাই উপস্থিত থাকবেন তিনি। এসব হালাকার জন্য এলাকাবাসীর কোনো টাকা খরচ করতে হবে না।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে- ব্যাংককে জাতিসংঘের সম্মেলনে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলা নির্বাচন ব্যর্থ হলে এ বছরের ৭ জানুয়ারির ভোটে প্রতিষ্ঠিত গণতন্ত্র ব্যর্থ হবে- প্রধান নির্বাচন কমিশনার।
আপিল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতিকে শপথবাক্য পাঠ করালেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৯ শ্রমিক নিহত।
আবারও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। মে মাসে বৃষ্টির সম্ভাবণা থাকলেও পরিস্থিতির উন্নতি হওয়ার সুযোগ কম। বৃষ্টির জন্য বিভিন্ন জেলায় বিশেষ নামাজ।
মিয়ানমারের সেনা বাহিনীর সদস্যসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি।
গাজায় ইসরায়েল বাহিনীর হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত।
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে ২-০ গোলে হারিয়েছে এভারটন। শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ৪-২ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।