ঢাকা,  শনিবার  ২৭ এপ্রিল ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

জ্যেষ্ঠ কন্যা মায়ের সঙ্গে ও মেজ কন্যা বাবার সঙ্গে থাকবে

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৬:২২, ২১ জানুয়ারি ২০২৩

জ্যেষ্ঠ কন্যা মায়ের সঙ্গে ও মেজ কন্যা বাবার সঙ্গে থাকবে

ছবি সংগৃহীত

 

গত ১৫ই জানুয়ারি ২০২৩ তারিখে ২য় অতিরিক্ত পারিবারিক আদালতে জাপানি নারী এরিকো নাকানো জ্যেষ্ঠ কন্যা জাসমিনকে এবং বাংলাদেশি বাবা ইমরান শরিফ মেজ কন্যা লাইলাকে নিয়ে আদালতের নির্দেশে হাজির হয়। আদালতে বিচারকের সঙ্গে দুই কন্যা সন্তানের আন্তরিকভাবে দেখা হয়। সাক্ষাতের পরে যে কন্যা যে অভিভাবকের সঙ্গে এসেছে, আদালতের নির্দেশনায় সেভাবেই কন্যাদের ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়।

২৩শে ডিসেম্বর জাপানি মহিলা এরিকো সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অমান্য করে দুই কন্যাকে নিয়ে শাহজালাল এয়ারপোর্ট থেকে পালিয়ে যাওয়ায় ব্যর্থ হলে মেজ কন্যা বাবার আশ্রয়ে চলে যায়। ২৯শে ডিসেম্বর ২০২২ তারিখে পিতা ইমরান শরিফ মাতা এরিকো এবং তাঁর সহযোগিতাকারী নাসরিন নাহারের বিরুদ্ধে সি.এম.এম. কোর্টে ফৌজদারি মামলা দায়ের করেন।

 

আদালত সূত্রে জানা যায় পিতা ইমরান শরিফ সি.আর. মামলা নং ৪৮৯২/২২, ফৌজদারি আইন ৩৬৫/৪২০/৩৪২/১০৯ ধারায় আদালতে এই মামলা দায়ের করেন। ২১ নং আদালত থেকে সরকারী তদন্তর জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। ১১ই জানুয়ারি মাতা এরিকো পারিবারিক আদালতে মেজ কন্যা লাইলাকে এরিকোর কাছে ফেরত দেওয়ার নিবেদন আদালত অনুমোদিত না করে খারিজ করে দেয়। ২২ জানুয়ারি পারিবারিক আদালতে উভয় পক্ষের আইনজীবীর বিতর্ক অর্থাৎ আর্গুমেন্ট এর তারিখ নির্ধারিত করা হয়েছে।

বিগত ১৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখের সুপ্রিম কোর্টের আপিল বিভা গের নির্দেশ অনুযারি ২য় অতিরিক্ত পারিবারিক আদালত মামলা নং ২৪৭/২১ এর আওতায় হেফাজতির রায় আর্গুমেন্ট সমাপ্তের পর জানুয়ারি মাসে দেওয়া হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে- ব্যাংককে জাতিসংঘের সম্মেলনে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলা নির্বাচন ব্যর্থ হলে এ বছরের ৭ জানুয়ারির ভোটে প্রতিষ্ঠিত গণতন্ত্র ব্যর্থ হবে- প্রধান নির্বাচন কমিশনার।
আপিল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতিকে শপথবাক্য পাঠ করালেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৯ শ্রমিক নিহত।
আবারও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। মে মাসে বৃষ্টির সম্ভাবণা থাকলেও পরিস্থিতির উন্নতি হওয়ার সুযোগ কম। বৃষ্টির জন্য বিভিন্ন জেলায় বিশেষ নামাজ।
মিয়ানমারের সেনা বাহিনীর সদস্যসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি।
গাজায় ইসরায়েল বাহিনীর হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত।
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে ২-০ গোলে হারিয়েছে এভারটন। শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ৪-২ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।