ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: মামলা হয়েছে কিনা জানতে চায় আদালত

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ২২:০২, ২৭ মার্চ ২০২৩

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: মামলা হয়েছে কিনা জানতে চায় আদালত

ফাইল ছবি

নওগাঁয় র‍্যাবের হেফাজতে জেসমিন সুলতানা নামের এক নারীর মৃত্যুর ঘটনায় কোন মামলা হয়েছে কিনা, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষকে খোঁজ নিয়ে এ বিষয়ে জানাতে বলা হয়েছে।

দৈনিক পত্রিকায় এ সংক্রান্ত প্রকাশিত খবর- প্রতিবেদন নজরে এনে আদেশ চাইলে সোমবার (২৭ মার্চ) তাৎক্ষণিক এ আদেশ দেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের দ্বৈত বেঞ্চ। 

বিষয়টি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার রায়। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ।

বুধবার বেলা ১১টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকা থেকে র‍্যাবের হাতে আটক হন জেসমিন। শুক্রবার সকাল ৯টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

র‌্যাবের পক্ষ থেকে বলা হয়, প্রতারণার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার সুলতানা জেসমিনকে আটক করা হয়। আটকের পর অসুস্থ হয়ে তিনি মারা যান। শনিবার (২৫ মার্চ) বিকেলে খাস-নওগাঁ মাঠে জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হয়েছে। 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস। প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী।
খোলাবাজারে সয়াবিন তেল প্রতি লিটার ২ টাকা কমিয়ে ১৪৭ টাকা ও সুপার পামওয়েল ১৩৫ টাকা নির্ধারণ। বোতলজাত সয়াবিন প্রতি লিটার ১৬৭ টাকা। পাঁচ লিটারের দাম বাড়িয়ে ৮১৮ টাকা করা হয়েছে।
তীব্র গরমে অতিষ্ট জনজীবন। চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০.৮ ডিগ্রী সেলসিয়াস।
বান্দরবানে যৌথ অভিযানে আটক কেএনএফ’র ৫৭ জনকে আদালতে উপস্থাপন। ৫২ জন দুই দিনের রিমান্ডে।
ইসরায়েলের মাটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে মিত্রদের সাথে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র।
ম্যানচেস্টার সিটিকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ। অন্য ম্যাচে আর্সেনালকে পরাজিত করে শেষ চারে বায়ার্ন মিউনিখ।