ঢাকা,  বুধবার  ০৮ মে ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

তিন হলে পুরস্কার পাওয়া সিনেমা ‘সাঁতাও’

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৫:১৮, ২৫ জানুয়ারি ২০২৩

তিন হলে পুরস্কার পাওয়া সিনেমা ‘সাঁতাও’

ছবি সংগৃহীত

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানোরমা বিভাগের সেরা সিনেমা ‘সাঁতাও’ মুক্তিতে অনিশ্চয়তা কেটেছে। আগামী শুক্রবার থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখা, রংপুরের শাপলা ও চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হলে সিনেমাটি প্রদর্শিত হবে বলে জানালেন নির্মাতা খন্দকার সুমন।

ঢাকা চলচ্চিত্র উৎসবে ২০ জানুয়ারি ‘সাঁতাও’–এর প্রিমিয়ারে দর্শক মহলে প্রশংসিত হয়েছিল সিনেমাটি। তবে সিনেমাটি কোনো হলই চালাতে না চাওয়ায় আক্ষেপ জানিয়েছিলেন নির্মাতা খন্দকার সুমন।

বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই তিন হলে সিনেমাটির মুক্তির খবর দিলেন নির্মাতা। দর্শক বাড়লে হল সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন নির্মাতা সুমন। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমার বাংলাদেশ প্রিমিয়ারে দর্শকের ভিড় দেখা গেছে। উৎসবে সিনেমার দুটি প্রদর্শনী হয়েছে।

এর আগে গত বছরের শেষভাগে গোয়ায় অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’র ৫৩তম আসরে সিনেমাটি প্রদর্শিত হয়েছে।
গণ-অর্থায়নে নির্মিত সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। পরিচালনার পাশাপাশি সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খন্দকার সুমন।

পুতুল ও ফজলুল হক ছাড়া ‘সাঁতাও’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবেরা ইয়াসমিন, স্বাক্ষ্য শাহীদ, শ্রাবণী দাস রিমি, তাসমিতা শিমু, মিতু সরকার, ফারুক শিয়ার চিনু, আফরিনা বুলবুল, রুবল লোদী, আলমগীর কবীর বাদল, রবি দেওয়ান, দীনবন্ধু পালসহ অনেকে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

দেশে চলমান তাপদাহের কারণে আজ (৪ মে) ঢাকা, রাজশাহী, খুলনা, রংপুরসহ ২৫ জেলায় সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
কোরবানীর ঈদের দেড়মাস আগে থেকেই চড়া মসলার বাজার। এলাচের দাম বেড়েছে কেজিতে দেড় হাজার টাকা। আদা-রসুনের মূল্যও ঊর্ধ্বমুখী।
পাকিস্তানে বাস খাদে পড়ে অন্তত ২০ জন নিহত।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের আইনের শাসন বজায় রাখার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
অভিষেকে উজ্জ্বল তানজিদ, ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।