ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

দু’দিনেই ২০০ কোটির ক্লাবে ‘পাঠান’!

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ২২:০২, ২৭ জানুয়ারি ২০২৩

দু’দিনেই ২০০ কোটির ক্লাবে ‘পাঠান’!

ছবি সংগৃহীত

মুক্তির এক দিনেই একশো কোটির বেশি ব্যবসা করেছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’। হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম দিনে আর কোনো সিনেমার ক্ষেত্রে এমনটা হয়নি বলেই মত বিশেষজ্ঞদের।

একগুচ্ছ রেকর্ড নিজের ঝুলিতে নিয়েছেন শাহরুখের কামব্যাক সিনেমা। জানা গেছে, মুক্তির দু’দিনের ব্যবসা দু’শো কোটি ছাড়িয়েছে।

পাঠান’ মুক্তির দিন প্রকাশের পর থেকেই শাহরুখ-ভক্তদের উন্মাদনা শুরু হয়ে যায়। অবশ্য ‘পাঠান’ নিয়ে বিতর্ক কম হয়নি।

‘বেশরম রং’ থেকে দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে উঠেছিল আপত্তি। কিন্তু শাহরুখ ভক্তদের উল্লাসের কাছে বিতর্কের সমস্ত রং আজ ফিকে।

দেশ-বিদেশ মিলিয়ে দু’দিনে মোট ২১৯.৬০ কোটি টাকা আয় করেছে ‘পাঠান’। প্রথম দিনের আয় ১০৬ কোটি টাকা। যার মধ্যে ভারতের ‘পাঠান’ মোট ৫৭ কোটি টাকার ব্যবসা করেছে। এর মধ্যে ৫৫ কোটি টাকা হিন্দি ভার্সানের মাধ্যমে আয় হয়েছে। আর ডাবিং ভার্সনের আয় ২ কোটি।

দ্বিতীয় দিন ‘পাঠান’ ১১৩.৬০ কোটি টাকা আয় হয়েছে শাহরুখের কামব্যাক সিনেমা। যার মধ্যে ভারতে ‘পাঠান’র আয় ৬৮ কোটি টাকা আর বিদেশে ৪৫.৬০ কোটি টাকা। চলচ্চিত্র বিশেষজ্ঞদের ধারণা, তিন দিনে তিনশো কোটি টাকা ছাড়িয়ে যাবে পাঠানের আয়।

‘যশরাজ ফিল্মস’ প্রযোজিত ‘পাঠান’ সিনেমা পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। শাহরুখ খান ছাড়াও সিনেমাটির অন্যান্য চরিত্রে দেখা যাবে ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। এছাড়াও ক্যামিও চরিত্রে দেখা গেছে সালমান খানকে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

খরতাপে পুড়ছে দেশ। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৫ ডিগ্রি। তিনদিনের হিট এ্যালার্ট জারি। তাপ প্রবাহের মধ্যে ৭ দিন স্কুল বন্ধ রাখার দাবি অভিভাবক ঐক্য ফোরামের।
রাজধানীতে বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙ্গে ঢুকে গেছে বেপোরোয়া বাস। প্রকৌশলী নিহত।
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর সভাপতি, ডিপজল সাধারণ সম্পাদক নির্বাচিত।
ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরাইলের ড্রোন হামলা। আকাশেই ধ্বংস। ৬ ঘণ্টা পর বিমান চলাচল স্বাভাবিক।
কেএল রাহুলের অধিনায়কোচিত ইনিংসে আইপিএলের ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৮ উইকেটে হারিয়েছে লক্ষনৌ সুপার জায়ান্ট।