ঢাকা,  সোমবার  ০৯ সেপ্টেম্বর ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

দক্ষিণাঞ্চলের পর্যটন উন্নয়নে পদ্মা সেতু

প্রকাশিত: ১০:৪৮, ৫ জুন ২০২২

আপডেট: ১১:০৫, ৫ জুন ২০২২

দক্ষিণাঞ্চলের পর্যটন উন্নয়নে পদ্মা সেতু

পদ্মা সেতু কেবল যাত্রী ও পণ্য পরিবহনের জন্য ব্যবহার করলে চলবে না। এটা আমাদের জাতীয় আকঙ্খার প্রতীক। এই সেতুকে ইকোনোমিক করিডর করতে হবে। একে কেন্দ্র করে ইকোনোমিক জোন ও শিল্প পার্ক গড়ে তুলতে পারলে সেটি জাতীয় অর্থনীতির বিকাশ ও কর্মসংস্থান তৈরিতে অবদান রাখতে পারবে। শনিবার রাজধানীর কারওয়ানবাজার সিএ ভবন অডিটোরিয়ামে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএবি) ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘সামষ্টিক অর্থনীতির বর্তমান অবস্থা: বাংলাদেশ প্রেক্ষিত’ বিষয়ক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। এছাড়াও রাত সাড়ে ১১টায় বেসরকারী টেলিভিশন বাংলাভিশনে ‘সাউথইস্ট ব্যাংক বিজনেস মিরর’ অনুষ্ঠানে ‘দক্ষিণাঞ্চলের পর্যটন উন্নয়নে পদ্মা সেতু’ বিষয়ে এক লাইভ টকশো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- রুবিনা মীরা এমপি এবং অধ্যাপক বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো পড়ুন