ঢাকা,  রোববার  ১৩ অক্টোবর ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

সমাবেশে স্লোগান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিএনপি নেতা

নিউজজার্নাল২৪ প্রতিবেদক

প্রকাশিত: ০৯:১২, ২৯ জুলাই ২০২৩

সমাবেশে স্লোগান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিএনপি নেতা

বিএনপির মহাসমাবেশে স্লোগান দিতে দিতে মো. মাহমুদুর রহমান (৫০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন তিনি।

শুক্রবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরিভাবে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু আক্তার হোসেন জানান, বিএনপি’র মহাসমাবেশে যোগদান করার জন্য নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে তিনি রওনা করেন। পরে মতিঝিলের ফকিরাপুল এলাকায় আসলে স্লোগান দিতে দিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, তার আগে থেকেই হার্টের সমস্যা ছিল। তিনি অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। তিনি পেশায় একজন ব্যবসায়ী। তার বাসা নারায়ণগঞ্জ সদরের খানপুর রোড ১/১ ধন চেম্বার এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, নারায়ণগঞ্জ থেকে সমাবেশে এসে বিএনপির এক নেতা অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। উদ্ধার করে নিয়ে আসা ব্যক্তিরা জানিয়েছেন তার আগে থেকেই হার্টের সমস্যা ছিল। চিকিৎসক ধারণা করছেন তিনি স্ট্রোকে মারা গেছেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন