ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ব্লক মার্কেটে লেনদেন ১১৫ কোটি টাকা

শেয়ার বাজার ডেস্ক

প্রকাশিত: ১৮:১২, ১৮ জানুয়ারি ২০২৩

ব্লক মার্কেটে লেনদেন ১১৫ কোটি টাকা

ফাইল ছবি

বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৭৮ টি কোম্পানির ১১৫ কোটি ৮৬ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ৬৪ লাখ ১০ হাজার ৫৭৯ টি শেয়ার ৭৯১ বার হাত বদলের মাধ্যমে ১১৫ কোটি ৮৬ লাখ ৬ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪৭ কোটি ৪৯ লাখ ৫৩ হাজার টাকার লেনদেন হয়েছে বেক্সিকোর। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ কোটি ৮৮ লাখ ৪০ হাজার টাকার ইসলামী ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৭ কোটি ২৯ লাখ ১১ হাজার টাকার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মা লিমিটেডের।

এছাড়া, ব্লক মার্কেটে বিকন ফার্মার ৫ কোটি ৮২ লাখ ৩০ হাজার, এইচআর টেক্সটাইলের ৫ কোটি ৯ লাখ ১২ হাজার টাকার, গ্রামীণফোনের ৩ কোটি ২৫ লাখ ৪৪ হাজার , এডিএন টেলিকমের ৩ কোটি ২৫ লাখ ৪ হাজার টাকার, রেনেটা লিমিটেডের ২ কোটি ৭০ লাখ ৮৩ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ২ কোটি ৪১ লাখ ৫২ হাজার, মেট্রো স্পিনিং লিমিটেডের ১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে- ব্যাংককে জাতিসংঘের সম্মেলনে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলা নির্বাচন ব্যর্থ হলে এ বছরের ৭ জানুয়ারির ভোটে প্রতিষ্ঠিত গণতন্ত্র ব্যর্থ হবে- প্রধান নির্বাচন কমিশনার।
আপিল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতিকে শপথবাক্য পাঠ করালেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৯ শ্রমিক নিহত।
আবারও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। মে মাসে বৃষ্টির সম্ভাবণা থাকলেও পরিস্থিতির উন্নতি হওয়ার সুযোগ কম। বৃষ্টির জন্য বিভিন্ন জেলায় বিশেষ নামাজ।
মিয়ানমারের সেনা বাহিনীর সদস্যসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি।
গাজায় ইসরায়েল বাহিনীর হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত।
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে ২-০ গোলে হারিয়েছে এভারটন। শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ৪-২ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।