মধ্য রাতে দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল- এমন জোরাল গুঞ্জন ছড়িয়েছিল দেশের ক্রিকেটাঙ্গনে। তবে সে গুঞ্জন মিথ্যা প্রমাণ করে আজ সোমবার সকালে বিসিবিতে হাজির হয়েছেন বুলবুল। সেখানে আম্পায়ারদের একটি অনুষ্ঠানেও যোগ দিয়েছেন বিসিবি সভাপতি। অর্থাৎ বুলবুলকে নিয়ে দেশ ছাড়ার যে গুঞ্জন ছড়িয়েছে, সেটার সত্যতা মেলেনি।
মিরপুরে আজ স্টেডিয়ামে হাঁটার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাঁটতে হাঁটতেই দেশ ছাড়ার গুঞ্জন নিয়ে বুলবুল বলেন, ‘কী মনে হচ্ছে? আমি কি দেশের বাইরে? এরকম অনেক (নিউজ) আসবে, অনেক হবে।’
বিসিবি সভাপতির দেশ ছাড়ার গুঞ্জনে এরই মধ্যে অনেক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেসব প্রতিবেদন প্রসঙ্গে বুলবুল বলেছেন, ‘আমি কী বলব আর। আপনারা দেখতেছেন না ও কথা?
মিরপুরকে নিয়ে দেশ ছাড়ার গুঞ্জনের সূত্রপাত গতকাল বিকেল থেকে। এরপর রাতে একটি সংবাদমাধ্যমে বিসিবি সভাপতি জানান, এখনই কোথাও যাচ্ছেন না তিনি। সেখানে জোর গলায় দাবি করেন, বিসিবিতে আজকেও কাজ আছে তাঁর।
তবে ইংরেজি সংবাদমাধ্যম ডেইলি সান লেখ বিমানবন্দর সূত্রের বরাতে জানায়, গতকাল মধ্যরাতে ঢাকা থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিসিবি সভাপতি।
ডেইলি সানের ওই প্রতিবেদনের বিসিবি সভাপতির দেশ ছাড়ার গুঞ্জনের বিষয়টি টক অব দ্য টাউনে পরিণত হয়। সেই গুঞ্জন ডালপালা মেলা অবস্থাতেই আজ সকালে মিরপুরে হাজির হন বুলবুল।
তবে বিসিবি সভাপতির ঘণিষ্ঠ সূত্র ইনডিপেনডেন্ট টেলিভিশনকে জানিয়েছেন, আগামীকাল দেশ ছাড়তে পারেন তিনি।









