ঢাকা,  শনিবার  ২৭ এপ্রিল ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

গুগলের ভুল ধরিয়ে পেলেন ৬৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪১, ৫ এপ্রিল ২০২২

গুগলের ভুল ধরিয়ে পেলেন ৬৫ কোটি টাকা

গুগলের ভুল ধরিয়ে ভারতীয় এক সাইবার-সিকিউরিটি এক্সপার্ট পেলেন ৬৫ কোটি টাকা। স¤প্রতি গুগলের ব্লগ পোস্ট এই বিষয়ে নিশ্চিত করেছে। গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের সিকিউরিটি সিস্টেমর বেশ কয়েকটি ভুল ধরিয়ে দিয়ে তিনি এই পুরস্কার পান।

গুগল জানায়, আমান পাণ্ডে নামের একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট গুগল-এর একাধিক ভুলত্রুটির রিপোর্ট জমা দিয়ে টপ মোস্ট রিসার্চার হয়েছেন। কেবল ২০২১ সালেই গুগল-এর ২৩২টি ভুল ধরেছিলেন তিনি।

সাইবার-সিকিউরিটি এক্সপার্ট আমান এনআইটি ভোপাল থেকে গ্র্যাজুয়েট হন। ২০২১ সালেই তিনি বাগসমিরর নামক সংস্থা প্রতিষ্ঠা করেন। যদিও গুগলের ভুলত্রুটি ধরা শুরু করেছিলেন ২০১৯ সাল থেকে।

গুগল-এর ভালনারেবিলিটিজ দলের সদস্য সারা জেকবস জানিয়েছেন, ২০১৯ সালেই আমান প্রথম রিপোর্টটি জমা দিয়ে দিয়েছিলেন।। এখনও পর্যন্ত গুগল-এর অ্যান্ড্রয়েড ভালনারেবিলিটিজ রিওয়ার্ড প্রোগ্রামে মোট ২৮০টি রিপোর্ট সাবমিট করেছেন পাণ্ডে, যা প্রোগ্রামটিকে সফল হওয়ার জন্য অনেকটাই সহায়তা করেছে। তবে এই ধরনের ভালনারেবিলিটিজ শুধু মাত্র গুগল-এর মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের জন্য হয়ে থাকে এমনটা নয়। সেই সঙ্গেই আবার গুগল ক্রোম, সার্চ, প্লে এবং অন্যান্য প্রডাক্টের েেত্রও তা হয়ে থাকে।

যারা সবথেকে গুরুত্বপূর্ণ কিছু ভুল ধরে থাকেন, তাদের ৮.৭ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার দেয় গুগল। মধ্যপ্রদেশের আমান পাণ্ডেও এই ৮.৭ মিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৬৫ কোটি টাকা পুরস্কার জিতে নিলেন।

ভুল ধরা বা অভিযোগ করা যে কোনও সময় খারাপ নয়, তা প্রমাণ করে দেয়। এই ধরনের ভালনারেবিলিটিজ প্রোগ্রাম। গুগল-এর ভিআরপি বা ভালনারেবিলিটিজ রিওয়ার্ড প্রোগ্রাম বহু দিন ধরেই হয়ে আসছে। এই ধরনের প্রোগ্রামকে প্রযুক্তির ভাষায় বলা হয় বাগস বাউন্টি। শুধু গুগল নয়। অ্যাপল বা মাইক্রোসফট-এর মতো সংস্থাও এই ধরনের প্রোগ্রাম করে থাকে।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে- ব্যাংককে জাতিসংঘের সম্মেলনে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলা নির্বাচন ব্যর্থ হলে এ বছরের ৭ জানুয়ারির ভোটে প্রতিষ্ঠিত গণতন্ত্র ব্যর্থ হবে- প্রধান নির্বাচন কমিশনার।
আপিল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতিকে শপথবাক্য পাঠ করালেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৯ শ্রমিক নিহত।
আবারও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। মে মাসে বৃষ্টির সম্ভাবণা থাকলেও পরিস্থিতির উন্নতি হওয়ার সুযোগ কম। বৃষ্টির জন্য বিভিন্ন জেলায় বিশেষ নামাজ।
মিয়ানমারের সেনা বাহিনীর সদস্যসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি।
গাজায় ইসরায়েল বাহিনীর হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত।
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে ২-০ গোলে হারিয়েছে এভারটন। শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ৪-২ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।