ঢাকা,  শনিবার  ২৭ জুলাই ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

আইফোনের যেসব মডেল পাচ্ছে আইওএস ১৭ আপডেট

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৯:৩০, ১৮ সেপ্টেম্বর ২০২৩

আইফোনের যেসব মডেল পাচ্ছে আইওএস ১৭ আপডেট

ফাইল ছবি

তিন মাসের বেটা টেস্টিং শেষে অ্যাপলের অপারেটিং সিস্টেম (আইওএস)-১৭ আসছে আজ। তবে অ্যাপলের সব ফোনে এই আপডেট পাওয়া যাবে না।  আইফোনের যেসব মডেল আপডেট পাবে তার তালিকা ওয়ান্ডারলাস্ট ইভেন্টে (১২ সেপ্টেম্বর) দিয়েছে অ্যাপল। 

যেসব মডেল পাচ্ছে আইওএস ১৭ আপডেট 
আইফোনের নতুন সিরিজ আইফোন ১৫ আইওএস ১৭ স্বয়ংক্রিয়ভাবেই যুক্ত থাকবে। এ ছাড়া আইফোন ১৪, আইফোন ১৩, আইফোন ১২ ও আইফোন ১১ সিরিজ এই আপডেট পাবে। আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স, আইফোন এক্সআর, আইফোন এসই ২০২০ ও আইফোন এসই ২০২২ মডেলগুলোতে এই আপডেট আসবে।

যেসব ফোন পাবে না এই আপডেট
আইফোন ৮, আইফোন ৮ প্লাস ও আইফোন এক্স এই আপডেট পাবে না।

আইওএস-১৭ পেতে হলে ফোনের সেটিংস থেকে জেনারেলে অপশন এ গিয়ে সফটওয়্যার আপডেট দিতে হবে। 

৫ জুন অনুষ্ঠিত হওয়া অ্যাপলের বার্ষিক বৈশ্বিক ডেভেলপার সম্মেলনে (WWDC) আইওএস-১৭-এর কিছু চমকপ্রদ ফিচার চালুর ঘোষণা দেওয়া হয়। তখন থেকেই এই আপডেটের ফিচার, বাগ ও ত্রুটি নিয়ে বেটা টেস্টিং শুরু করা হয়।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন