ঢাকা,  রোববার  ১৩ অক্টোবর ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ফেসবুকে দুই স্তরের নিরাপত্তা চালু করবেন যেভাবে

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ২০:০৪, ১৬ জানুয়ারি ২০২৩

ফেসবুকে দুই স্তরের নিরাপত্তা চালু করবেন যেভাবে

ছবি সংগৃহীত

ফেসবুক ব্যবহারকারীদের তথ্য চুরি করতে নিয়মিত সাইবার হামলা চালিয়ে থাকে হ্যাকাররা। ফেসবুক ব্যবহারকারীর পরিচয় শনাক্তে দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা খুবই কার্যকর। আর তাই নিজেদের অ্যাকাউন্ট নিরাপদ রাখতে ফেসবুকে অবশ্যই দুই স্তরের নিরাপত্তা-সুবিধা ব্যবহার করতে হবে।

ফেসবুকে দুই স্তরের নিরাপত্তা-সুবিধা চালুর জন্য প্রথমে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে প্রবেশ করতে হবে। এরপর প্রাইভেসি শর্টকাট অপশন থেকে নিচে স্ক্রল করে অ্যাকাউন্ট সিকিউরিটিতে থাকা ইউজ টু স্টেপ অথেনটিফিকেশন অপশনে ট্যাপ করতে হবে। এখানে এসএমএস অপশন নির্বাচন করে ফোন নম্বর ও কোড দিলেই দুই স্তরের নিরাপত্তা-সুবিধা চালু হয়ে যাবে। খুদে বার্তা ছাড়াও রিকভারি কোড ও সিকিউরিটি কি দিয়ে টুএফএ সুবিধা চালু করা সম্ভব।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন