ঢাকা,  সোমবার  ০৯ সেপ্টেম্বর ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ: বিবিএস

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৮, ২৯ মার্চ ২০২৩

দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ: বিবিএস

ছবি প্রতিকী

দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এর মধ্যে বেকার পুরুষের সংখ্যা ১৬ লাখ ৯০ হাজার, বেকার নারীর সংখ্যা ৯ লাখ ৪০ হাজার।

বিবিএস জানায়, দেশে এখন বেকার জনগোষ্ঠীর হার কমে ৩ দশমিক ৬ শতাংশ হয়েছে, যা আগে ছিল ৪ দশমিক ২ শতাংশ।

বুধবার (২৯ মার্চ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ‘শ্রমশক্তি জরিপ ২০২২’ এ চিত্র উঠে এসেছে।

সভায় বলা হয়, এ বিশাল বেকার জনগোষ্ঠী সপ্তাহে এক ঘণ্টা কাজ করার সুযোগও পায় না। বেকারত্বের এ হিসাব আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) দেওয়া মানদণ্ড অনুযায়ী। আইএলও মনে করে, সপ্তাহে এক ঘণ্টা কাজ না করলে ওই ব্যক্তিকে বেকার হিসাবে ধরা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন