ঢাকা,  বৃহস্পতিবার  ২৩ অক্টোবর ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ধানমন্ডি লেকে ভাসছিল যুবকের মরদেহ

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৫:৪১, ২২ অক্টোবর ২০২৫

ধানমন্ডি লেকে ভাসছিল যুবকের মরদেহ

গতকাল ধানমন্ডির পানসি রেস্টুরেন্টের পেছনের লেক থেকে আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের মরদেহ উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান বলেন, ধানমন্ডি পানসি রেস্টুরেনেন্টর পেছনের লেকে ওই যুবকের মরদেহ ভাসতে থাকে স্থানীয়রা। পরে আমাদের খবর দিলে আমরা ওই যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আমরা তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠাই। প্রাথমিকভাবে ধারণা করছি যুবকটি লেকের পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছেন।

এসআই আরও বলেন, আমরা এখন পর্যন্ত ওই যুবকের নাম পরিচয় জানতে পারিনি। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের সময় যুবকের পরনে ছিল কালো টি-শার্ট ও কালো জিন্স প্যান্ট। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন