রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোলাইনের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত যুবকের পরিচয় মিলেছে। তার নাম আবুল কালাম।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) মো. আক্কাস আলী।
নিহত আবুল কালামের সঙ্গে থাকা পাসপোর্টের তথ্যে জানা যায়, তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কিশোরকাটি গ্রামে। জন্মসাল ১৯৯০।
এর আগে রোববার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিয়ারিং প্যাড পড়ে ঘটনাস্থলেই আবুল কালাম নিহত হন।
নিহত যুবকের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ও অন্য সদস্যকে মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের কাছে একিইভাবে এক পিলার থেকে পড়ে যায় বিয়ারিং প্যাড।









