ঢাকা,  মঙ্গলবার  ৩০ এপ্রিল ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

২২৯টি কেন্দ্রের মধ্যে ১০৫ কেন্দ্রে বিপুল ভোটে এগিয়ে লাঙল,১০ হাজার ৪৮৩ ভোট পেয়ে নৌকা চারে অবস্থান করছে

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ২২:০৯, ২৭ ডিসেম্বর ২০২২

২২৯টি কেন্দ্রের মধ্যে ১০৫ কেন্দ্রে বিপুল ভোটে এগিয়ে লাঙল,১০ হাজার ৪৮৩ ভোট পেয়ে নৌকা চারে অবস্থান করছে

ছবি সংগৃহীত

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রকাশ করতে শুরু করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে প্রায় অর্ধেক কেন্দ্রের ফল প্রকাশ করা হয়েছে। ২২৯টি কেন্দ্রের মধ্যে ১০৫ কেন্দ্রে ফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।

এখন পর্যন্ত পাওয়া ১০৫ কেন্দ্রের ফলে বিপুল ভোটে এগিয়ে আছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। ১০৫ কেন্দ্র থেকে লাঙল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৬৩ হাজার ১৬৮ ভোট।

দ্বিতীয় অবস্থানে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল। তবে তার ভোট লাঙলের চেয়ে অনেক কম। হাতপাখা প্রতীক নিয়ে পিয়াল পেয়েছেন ২২ হাজার ৬৫০ ভোট।

এদিকে তৃতীয় অবস্থানে স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন। তিনি ১৫ হাজার ৬০২ ভোট পেয়েছেন। মিলন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। নির্বাচনে প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া নৌকা প্রতীক নিয়ে ওই কেন্দ্রগুলো থেকে পেয়েছেন ১০ হাজার ৪৮৩ ভোট।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ সকাল সাড়ে ৮টায় শুরু হয়। নির্দিষ্ট সময়ে অধিকাংশ কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়। তবে কিছু কেন্দ্রে ভোটার উপস্থিত থাকায় ভোটগ্রহণ চলে রাত ৮টা পর্যন্ত। নগরীর ২২৯টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়। সকাল থেকে ইভিএমে ভোট দিতে বিলম্ব হয়েছিল বলে জানিয়েছেন ভোটাররা। নির্দিষ্ট সময়ের পরও কিছু কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ৯ জন মেয়র প্রার্থী, ১৮৩ জন কাউন্সিলর এবং ৬৮ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন।    

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

তীব্র তাপপ্রবাহের কারণে সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এক দশকের রেকর্ডভাঙ্গা গরমে নাভিশ্বাস চুয়াডাঙ্গায়। মানুষজনকে ঘরে থাকতে মাইকিং করছে প্রশাসন।
হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২।
কক্সবাজারের ভারুয়াখালীতে র‌্যাব-ডাকাতের গোলাগুলিতে এক কৃষক নিহত।
রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সম্মত ইউরোপীয় ইউনিয়ন।
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪।
রবার্ট লেভানদোভস্কির হ্যাটট্রিকে স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়াকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা।