
ছবি সংগৃহীত
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় প্রেমিকের সঙ্গে মেয়ের পালিয়ে যাওয়ার খবর শুনে এক ব্যক্তি কীটনাশক পানে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (৩ জানুয়ারি) আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রতন রায় (৫২) বাকাল গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয়রা জানান, রতনের মেয়ে প্রত্যাশা রায় সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। প্রায় এক সপ্তাহ আগে প্রত্যাশা তার প্রেমিকার সঙ্গে পালিয়ে যান। এ কারণে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।
তারা আরও জানান, মঙ্গলবার সকালে মেয়ের ওপর অভিমান করে কীটনাশক পান করেন রতন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার জানান, মঙ্গলবার সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।