
ছবি সংগৃহীত
এমভি সুন্দরবন-১৪ লঞ্চের স্টাফদের মারধরে লঞ্চের কেবিন ইনচার্জ আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়েছে। মারধরে এক পর্যায়ে অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজ সন্ধ্যার দিকে পটুয়াখালী লঞ্চ ঘাটে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লঞ্চের সুপারভাইজার মো. ইউনুস এবং কেরানি মশিউরকে আটক করেছে পুলিশ।
পটুয়াখালী লঞ্চ ঘাট ইজারাদার ফারুক মৃধা বলেন,কথাকাটাকাটির একপর্যায়ে ইউনুস আর মশিউর বুকে ঘুষি ও লাথি মারলে রাজ্জাক অচেতন হয়ে পড়েন।লঞ্চ সুপারভাইজার ইউনুস এর নির্দেশনাতেই মশিউর রাজ্জাককে মেরে ফেলেছে বলে জানান তিনি।
জানতে চাইলে পটুয়াখালী সদর থানা ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন,আমরা শুনেছি একটা তর্ক বিতর্কের ঘটনা ঘটেছে।আমরা জিজ্ঞাসাবাদের জন্য লঞ্চের সুপারভাইজার মো. ইউনুচ এবং কেরানি মশিউরকে হেফাজতে নিয়েছি।বাকিটা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
ময়নাতদন্তের জন্য তাঁর লাশ মর্গে রাখা হয়েছে।