ঢাকা,  বুধবার  ২৬ নভেম্বর ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ইব্রাহিম সভাপতি, মনিরুল সম্পাদক ভোলা সদর উপজেলা সুজনের কমিটি গঠন

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ০৮:২৭, ২৫ নভেম্বর ২০২৫

ইব্রাহিম সভাপতি, মনিরুল সম্পাদক ভোলা সদর উপজেলা সুজনের কমিটি গঠন

সু-শাসনের জন্য নাগরিক (সুজন) ভোলা সদর উপজেলার কমিটি গঠন করা হয়েছে।

এতে মাসুমা খামার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিমকে সভাপতি এবং এ. রফ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় এক জরুরি সভায় সদস্যদের মৌখিক ভোটে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন এবং সাংগঠনিক সম্পাদক ইয়াকুব শাহ জুয়েল।

সভায় সভাপতিত্ব করেন মোঃ ইব্রাহিম। প্রধান অতিথি ছিলেন সুজনের জেলা সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন জেলা সুজনের সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, অ্যাডভোকেট জান্নাতুল ফেদৌস এবং শিল্পী মনির চৌধুরী।

উপস্থাপনা করেন তালহা তালুকদার বাঁধন। সভায় সকলের সম্মতিক্রমে ভোলা সদর সুজন কমিটি গঠন করা হয়। সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।

এছাড়াও ভোলা–বরিশাল সেতুর দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করা হয়। সমাজের ভালো কাজে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করা হয়।

সভায় খুব দ্রুতই ভোলা সদরের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন