ঢাকা,  শুক্রবার  ০৩ মে ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় ডেকে নিয়ে দোকানিকে হত্যা

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৬:১৪, ৪ ফেব্রুয়ারি ২০২৩

স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় ডেকে নিয়ে দোকানিকে হত্যা

ছবি সংগৃহীত

বরিশাল নগরীতে শাহীন মোল্লা (৩৮) নামের এক দোকানির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় দুই বন্ধুকে সঙ্গে নিয়ে এ হত্যাকাণ্ড ঘটান স্বামী মো. ইউসুফ মোল্লা (২০)। তার দুই বন্ধু হলেন নাজমুল ইসলাম অমি (১৯) ও হামিম শিকদার (১৯)।

শনিবার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বরিশাল র‌্যাব-৮ এর কমান্ডিং কর্মকর্তা লে. কর্নেল মাহমুদুল হাসান।

তিনি বলেন, দোকানি শাহিনের সঙ্গে ইউসুফের বন্ধুত্ব হয়। একপর্যায়ে ইউসুফের স্ত্রী স্বর্ণা বিশ্বাসকে কুপ্রস্তাব দেন শাহীন। এতে ইউসুফ ক্ষিপ্ত হয়ে শাহিন মোল্লাকে হত্যার পরিকল্পনা করেন। ২৭ জানুয়ারি রাতে শাহিনকে দোকান থেকে ডেকে নিয়ে যান ইউসুফ। রুপাতলী কাঠালতলা তালুকদার হাউজিংয়ের নাহার ভিলার ভাড়া বাসায় তাকে নিয়ে যান। দুই বন্ধু নাজমুল ও হামিমকে সঙ্গে নিয়ে ইউসুফ শাহীনকে শ্বাসরোধে হত্যা করেন। মরদেহ বস্তাবন্দি অবস্থায় শৌচাগারের ছাদের ওপরে গুম করে রাখেন।

র‌্যাব কর্মকর্তা আরও বলেন, এদিকে শাহিন আত্মীয় খালেক হাওলাদার ৩০ জানুয়ারি থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন। পরদিন শাহিনের বোন শিরিন আক্তার মুন্নি বরিশাল র‌্যাব-৮ এর কাছে নিখোঁজের একটি অভিযোগ দেন। ২ ফেব্রুয়ারি শাহিনের পরিবারের কাছে মোবাইলে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। র‌্যাবের একটি টিম ৩ ফেব্রুয়ারি দিনগত রাতে নগরীর এয়ারপোর্ট থানা এলাকার কাশিপুরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। পাশাপাশি তাদের দেওয়া তথ্য মতে বাসার বাথরুমের ফলস ছাদ থেকে শাহিনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।

কমান্ডিং কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

টানা তাপদাহ শেষে রাজধানীসহ বিভিন্ন জেলায় স্বস্তির বৃষ্টি। বজ্রপাতে কমপক্ষে ১১ জন নিহত।
আওয়ামী লীগের ত্যাগী নেতাদের কারণেই দল বার বার ক্ষমতায় এসেছে-সংসদে জানালেন প্রধানমন্ত্রী।
মৃত্যু সনদ জালিয়াতির মামলায় চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার তিন দিনের রিমান্ডে। স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হবে- বলছে ডিবি।
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৪২ থেকে ৪৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৯৩ টাকা নির্ধারণ।
কলম্বিয়া ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের নজিরবিহীন হামলা।
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে কলম্বিয়া।
পরীক্ষা-নিরীক্ষা নয়, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিততে চান অধিনায়ক শান্ত।
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ৭ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজ দুই ম্যাচ বাকি থাকতেই জিতে নিলো ভারত।