ঢাকা,  রোববার  ১১ মে ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

কক্সবাজারে হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ২৩:৪০, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

কক্সবাজারে হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার

ফাইল ছবি

কক্সবাজারে একটি আবাসিক হোটেল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই নারীর সঙ্গে আসা স্বামী পরিচয়ের ব্যক্তি পলাতক রয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে শহরের প্রধান সড়কের বাজারঘাটা এলাকার ‘সি বার্ড’ নামের একটি হোটেলের ৩১০ নম্বর কক্ষ থেকে ওই নারীর মরদেহে উদ্ধার করা হয়।

ওই নারীর নাম জেসমিন আক্তার (২৭)। তিনি বাগেরহাটের মোস্তাফিজুর রহমানের স্ত্রী বলে হোটেলের নিবন্ধন বইয়ে লেখা পাওয়া যায়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে ওসি বলেন, ‘গতকাল মঙ্গলবার ওই হোটেলের ৩১০ নম্বর কক্ষে ওঠেন জেসমিন আক্তার ও তাঁর স্বামী মোস্তাফিজুর রহমান। বুধবার দুপুরে স্বামী রুমের বাইরে থেকে তালা দিয়ে চলে যান। কক্ষের ভেতরে আলো জ্বলতে দেখে হোটেল বয় তাঁকে ডাকাডাকি করেন। কিন্তু সাড়াশব্দ না পেয়ে হোটেল থেকে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।’

ওসি রফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী মোস্তাফিজ স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন