ঢাকা,  শুক্রবার  ০৩ মে ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৩

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

ছবি সংগৃহীত

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় আতাউর রহমান (৪৭) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার ৪ যাত্রী।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জেলার আক্কেলপুর উপজেলার বেগুনবাড়ি অরক্ষিত রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার হাসিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যাটারিচালিত অটোরিকশা চালক আতাউর রহমান আক্কেলপুর উপজেলার রোয়াইড় গ্রামের মোতারব হোসেনের ছেলে। আহতরা হলেন- মজিদা বেগম বেগম (৪০), ফাতেমা বেগম (৪২), তানিয়া খাতুন (১২) ও আজমিরা আক্তার (১৪)। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ব্যাটারিচালিত অটোরিকশা চালক আতাউর রহমান উপজেলার রোয়াইড় গ্রাম থেকে আটোরিকশায় ৪ জন যাত্রী নিয়ে নওগাঁর বদলগাছি উপজেলার খাদাইল গ্রামে যাচ্ছিলেন। পথে বেগুনবাড়ি রেলগেট অতিক্রম করার সময় অটোরিকশা উল্টে যায়।

এসময় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় চালক আতাউর রহমান ঘটনাস্থলেই মারা যান। দুমড়ে-মুচড়ে যাওয়া ব্যাটারিচালিত অটোরিকশার আঘাতে ৪ যাত্রীই আহত হন।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

টানা তাপদাহ শেষে রাজধানীসহ বিভিন্ন জেলায় স্বস্তির বৃষ্টি। বজ্রপাতে কমপক্ষে ১১ জন নিহত।
আওয়ামী লীগের ত্যাগী নেতাদের কারণেই দল বার বার ক্ষমতায় এসেছে-সংসদে জানালেন প্রধানমন্ত্রী।
মৃত্যু সনদ জালিয়াতির মামলায় চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার তিন দিনের রিমান্ডে। স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হবে- বলছে ডিবি।
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৪২ থেকে ৪৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৯৩ টাকা নির্ধারণ।
কলম্বিয়া ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের নজিরবিহীন হামলা।
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে কলম্বিয়া।
পরীক্ষা-নিরীক্ষা নয়, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিততে চান অধিনায়ক শান্ত।
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ৭ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজ দুই ম্যাচ বাকি থাকতেই জিতে নিলো ভারত।