ঢাকা,  রোববার  ১১ মে ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

কক্সবাজারের আবাসিক হোটেল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ২২:৪৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৩

কক্সবাজারের আবাসিক হোটেল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

ফাইল ছবি

কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ‘সি আলিফ’ নামের একটি আবাসিক হোটেল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত সুমা দে (৩৫) চট্টগ্রামের বাশঁখালীর বাসিন্দা। তিনি মঙ্গলবার (১৪ ফ্রেব্রুয়ারি) দুই ছেলে ও এক মেয়েসহ স্বামীর সঙ্গে ‘সি আলিফ’ আবাসিক হোটেলে রুম ভাড়া নেন। তারা কয়েক দিন কক্সবাজার শহরে ঘুরে বেড়ান। শুক্রবার তাদের রুম খোলা দেখে হোটেল বয় গিয়ে দেখেন মা ও মেয়ের (৪) মরদেহ পড়ে আছে। পরে হোটেল কর্তৃপক্ষ ৯৯৯-এ কল দিয়ে জানালে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে। এ ঘটনার পর দুই ছেলে নিয়ে লাপাত্তা স্বামী।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ঘটনার পর দুই ছেলে নিয়ে স্বামী লাপাত্তা রয়েছে। এ ঘটনার রহস্য বের করার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন